SIR-র জন্য লাগছে জমির পর্চা! অনলাইনে কীভাবে বের করবেন দেখে নিন

Published:

Land Record
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যজুড়ে চলছে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর। বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করছেন বিএলও-রা এবং সেই ফর্ম নির্দিষ্ট নিয়ম অনুযায়ী ফিলাপ করতে হচ্ছে। তবে যাদের ২০০২ সালের ভোটার তালিকায় নিজের কিংবা বাবা-মায়ের কারোর নাম নেই, তাদের চিন্তার কোনও কারণ নেই। কারণ, কমিশনের তরফ থেকে ১১টি নথি নির্ধারণ করা হয়েছে। তার মধ্যে যে কোনও একটি দিলেই হবে। তবে এই ১১টি নথির মধ্যে উল্লেখ রয়েছে জমির পর্চা (Land Record)। কিন্তু কী এই পর্চা আর কীভাবেই বা তৈরি করবেন? জানতে চোখ রাখুন প্রতিবেদনটির উপর।

জমির পর্চা কী?

জানিয়ে রাখি, জমির পর্চা হল ভূমি জরিপের বা জমির মালিকানার প্রমাণপত্র। এটি সরকার কর্তৃক কোনও জমির জন্য দেওয়া নথি, যেখানে জমির মালিকের নাম, জমির আয়তন এবং অন্যান্য সব তথ্য দেওয়া থাকে। জমির পর্চা বা খতিয়ান জমির মূল আইনি পরিচয়। আর একটি নির্দিষ্ট মৌজার জমির মালিকানা এবং ইতিহাসের রেকর্ডকেই বলা হয় জমির পর্চা।

পর্চায় কোন কোন তথ্য থাকে?

জমির পর্চায় প্রধানত সংশ্লিষ্ট মৌজা, খতিয়ান নম্বর, দাগ নম্বর বা প্লট নম্বর, জমির মালিকের নাম এবং ঠিকানা, জমির পরিমাণ, জমির ধরন, রাজস্বের পরিমাণ এবং লেনদেনের ইতিহাস সম্পর্কিত বিস্তারিত তথ্য দেওয়া থাকে। প্রতিটি জমির ক্ষেত্রেই এই পর্চা আলাদা আলাদা হয়।

কী কী কাজে লাগে জমির পর্চা?

জমির পর্চা বিভিন্ন কাজে দরকার পড়ে। প্রথমত, জমির পর্চা জমির মালিকানার মূল আইনি প্রমাণ হিসেবে কাজ করে। দ্বিতীয়ত, এটি জমির পূর্ববর্তী মালিকানা বা হস্তান্তরের ইতিহাসের প্রমাণ হিসেবেও কাজ করে। তৃতীয়ত, কোনও কারণে ব্যাঙ্ক ঋণের প্রয়োজন পড়লে জমির পর্চা দিয়ে অর্থাৎ জমি বন্ধক রেখে ঋন নেওয়া যায়। চতুর্থত, বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা বা ক্ষতিপূরণ পাওয়ার জন্য জমির পর্চা দরকার পড়ে।

তবে এক্ষেত্রে জানিয়ে রাখি, জমির পর্চা দেওয়া হয় মূলত ভূমি অফিস, উপজেলার ভূমি অফিস, জেলার ডিসি অফিস এবং সেটেলমেন্ট অফিস থেকে। সেখান থেকে খুব সহজেই অফলাইনের মাধ্যমে জমির পর্চা নেওয়া যায়। তবে এখন অনলাইনের মাধ্যমেও জমির পর্চা বের করা যাচ্ছে।

অনলাইনে কীভাবে বের করবেন জমির পর্চা?

অনলাইনে নিজের জমির পর্চা বের করার জন্য আপনাকে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে-

  • প্রথমে আপনাকে e-porcha.com বা banglarbhumi.gov.in পোর্টালে যেতে হবে।
  • এরপর পোর্টালে গিয়ে ‘সিটিজেন সার্ভিস’ অপশনটিতে ক্লিক করতে হবে।
  • এরপর সার্ভিস ডেলিভারি অপশনে গিয়ে ROR Request অপশনটিতে ক্লিক করতে হবে।
  • এরপর আপনার নিজের জেলা, উপজেলা এবং মৌজা নির্বাচন করে খতিয়ান বা দাগ নম্বর দিয়ে সার্চ করতে হবে।
  • এরপর প্রয়োজনীয় তথ্য ইনপুট করতে হবে। যেমন বিভাগ, জেলা, উপজেলা, মৌজা, খতিয়ান বা দাগ নম্বর ইত্যাদি।
  • এরপর সার্চ অপশনটিতে ক্লিক করতে হবে।
  • এরপর আপনার পর্চার সমস্ত তথ্য দেখা যাবে। প্রয়োজন অনুযায়ী আপনি সেটিকে প্রিন্ট আউট বা ডাউনলোড করে নিতে পারেন।

আরও পড়ুনঃ ওষুধের দাম বকেয়া কয়েক কোটি! হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার

তবে বলে রাখি, অনলাইনে জমির পর্চা বের করার জন্য ১০ টাকা করে চার্জ দিতে হয়। এছাড়া অফলাইনে আপনি সরাসরি ভূমি অফিস বা উপজেলা ভূমি অফিসে গিয়ে এই জমির পর্চা বানিয়ে নিতে পারেন।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join