সহেলি মিত্র, কলকাতা: গঙ্গাসাগরবাসীর জন্য রইল দারুণ সুখবর। অবশেষে তৈরী হতে চলেছে গঙ্গাসাগর সেতু (Gangasagar Setu)। আর এই ব্রিজ তৈরির টেন্ডার পেয়েছে লারসেন অ্যান্ড টুব্রো লিমিটেড কোম্পানি। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই আর্টিকেলটির ওপর।
অবশেষে তৈরী হতে চলেছে গঙ্গাসাগর ব্রিজ!
২০২৪ সালোয়ার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে তাঁর সরকার মুড়িগঙ্গা নদীর ওপারে ৫ কিলোমিটার দীর্ঘ গঙ্গাসাগর সেতু নির্মাণ করবে যা মূল ভূখণ্ডকে সাগর দ্বীপের সাথে সংযুক্ত করবে। এখানেই বিশ্ববিখ্যাত বার্ষিক গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রী জানান, সেতুটি তৈরি করতে চার বছর সময় লাগতে পারে। আর এই ব্রিজ নির্মাণের ক্ষেত্রে খরচ হতে পারে কয়েক হাজার কোটি টাকা।
চার লেনের সেতুটির বিস্তারিত প্রকল্প প্রতিবেদন (ডিপিআর) প্রস্তুত। রাজ্য নির্মাণের জন্য ১,৫০০ কোটি টাকা বিনিয়োগ করবে এবং চার বছরের মধ্যে এটি সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। এদিকে এই ব্রিজ নির্মাণ না করা নিয়ে কেন্দ্রকে আক্রমণ শানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ‘আমরা বারবার কেন্দ্রের কাছে সেতুটির জন্য অনুরোধ করেছিলাম, কিন্তু তারা কোনও সাড়া দেয়নি। তাই, আমরা নিজেরাই এটি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি। প্রয়োজনীয় সার্ভে সম্পন্ন হয়েছে।’
টেন্ডার পেল লারসেন অ্যান্ড টুব্রো
এরপর শুক্রবার রাজ্যের মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা ফেসবুকে পোস্ট করে জানালেন, অবশেষে গঙ্গাসাগর ব্রিজ তৈরী হবে এবং এই ব্রিজ তৈরির টেন্ডার পেয়েছে লারসেন অ্যান্ড টুব্রো। রাজ্য সরকারের পক্ষ থেকে অ্যাপ্রচ রোডের জন্য স্থানীয় ব্যবসায়ী এবং স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জমি অধিগ্রহণ করা হয়েছে। বেশ কয়েক মাস আগে রাজ্য সরকারের এই টেন্ডার কোনও কোম্পানি নিতে রাজি হয়নি। এর ফলে হতাশ হয়ে পড়েছিল সাগরদ্বীপের বাসিন্দারা। তবে আর চিন্তা নেই, দ্রুত ব্রিজ নির্মাণের কাজ শুরু হবে বলে খবর।