কলকাতা হাইকোর্টে নয়া বিচারপতি, চেনা মুখকেই দায়িত্ব দিল আইন মন্ত্রক

Published on:

Law Ministry appoints Registrar General as Additional Judge of Calcutta High Court

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) নতুন পদ পেলেন বর্তমান রেজিস্টার জেনারেল চৈতালি চট্টোপাধ্যায় দাস। উচ্চ আদালতের অতিরিক্ত বিচারপতি হিসেবে চৈতালিকে নিয়োগ করেছে কেন্দ্রীয় আইন মন্ত্রক। সূত্রের খবর, মূলত 2 বছরের জন্য অতিরিক্ত বিচারপতির দায়িত্ব পেয়েছেন তিনি।

এক্সক্লুসিভ খবর পড়তে জয়েন করুন Join Now

চৈতালির নাম পাস হয়েছিল আগেই

উচ্চ আদালতের বর্তমান রেজিস্টার জেনারেলকে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ করার পরিকল্পনা ছিল আগে থেকেই। সেই সূত্র ধরেই চৈতালি চট্টোপাধ্যায় দাসকে কলকাতা হাইকোর্টের বিচারপতি পদে নিয়োগ করতে কোর্টের কলেজিয়াম থেকে প্রস্তাব পাস করানো হয়।

রিপোর্ট বলছে, সুপ্রিমকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে চৈতালির নাম পাস হয়েছিল গত বছর অর্থাৎ 2024 সালের 4 জানুয়ারি। প্রয়োজন ছিল আইন মন্ত্রকের অনুমোদনের। দীর্ঘ সময় পেরিয়ে 2025 এর ফেব্রুয়ারিতে এল সুখবর। অবশেষে চৈতালির অতিরিক্ত বিচারপতি পদকে অনুমোদন দিল কেন্দ্রীয় আইন মন্ত্রক।

প্রিমিয়াম খবর পড়তে জয়েন করুন Join Now

অতিরিক্ত বিচারপতি হিসেবে চৈতালির সময়সীমা

গতকাল অর্থাৎ বুধবার কেন্দ্রের তরফে এক বিবৃতিতে জানানো হয়, অবশেষে নতুন বিচারপতি পেল কলকাতা হাইকোর্ট। আগামী 2 বছরের জন্য উচ্চ আদালতের অতিরিক্ত বিচারপতির দায়িত্ব দেওয়া হচ্ছে চৈতালিকে। মূলত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সিদ্ধান্তেই নিয়োগ হয়েছে তাঁর। 2025 থেকে আগামী দু’বছর অর্থাৎ 2027 পর্যন্ত উচ্চ আদালতের অতিরিক্ত বিচারপতি পদে নিযুক্ত থাকবেন তিনি।

আরও পড়ুন: রাজ্যে কমছে বিদ্যুতের দাম, কবে থেকে, কতটা? বড় ঘোষণা মমতার

তুলনায় কম বিচারপতি নিয়ে সমস্যায় কলকাতা হাইকোর্ট?

ভারতীয় আইন অনুযায়ী, দেশের বিভিন্ন রাজ্যে ভিত্তিক উচ্চ আদালত বা হাইকোর্ট গুলিতে বিচারপতির সংখ্যার কমপক্ষে 72 জন হওয়া উচিত। সেই নিরিখে কলকাতা হাইকোর্টের বিচারপতির সংখ্যা খুবই নগণ্য। প্রাপ্ত তথ্য অনুযায়ী, বুধবারের আগে পর্যন্ত মাত্র 43জন বিচারপতি নিয়ে বিচার শোনানোর কাজ করতো কলকাতার উচ্চ আদালত। তবে বর্তমানে চৈতালির নিয়োগের পর সেই সংখ্যাটা 44-এ গিয়ে দাঁড়িয়েছে। তবে তা হলেও প্রয়োজনের তুলনায় 28 জন কম বিচারপতি নিয়ে এখনও কোনওমতে বিচার বিভাগীয় কাজ সম্পূর্ণ হয় তিলোত্তমার আদালতে।

গুরুত্বপূর্ণ খবরের জন্য Join Group
চাকরির খবরের জন্য Join Hood Jobs
রাশিফলের জন্য Join Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group