পুজোর মধ্যেই অঘটন! ঝোড়ো হাওয়ার দাপটে লাইটের গেট ভাঙল বারাসত-দুর্গাপুরে

Published on:

Updated on:

Durgapur

প্রীতি পোদ্দার, কলকাতা: আজ পঞ্চমী, দেখতে দেখতে পুজো প্রায় দোরগোড়ায়। মণ্ডপে মণ্ডপে ইতিমধ্যেই অনেক জায়গায় এসে গিয়েছে প্রতিমা। শেষ মুহূর্তে চলছে মণ্ডপসজ্জার কাজ। এমতাবস্থায় ঘটে গেল এক ভয়ংকর বিপদ। বারাসত-দুর্গাপুরে (Durgapur) বাঁশের কাঠামোয় বানানো লাইটের গেট হুড়মুড়িয়ে ভেঙে পড়ল চতুর্থীর বিকেলেই। পুজোর মুখে এমন ঘটনায় চিন্তায় পড়ল উদ্যোক্তারা

ঝোড়ো হাওয়ায় ভাঙল পুজোর গেট!

রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে গতকাল অর্থাৎ শুক্রবার দুপুরে হঠাৎ করে ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছিল দুর্গাপুরের বিস্তীর্ণ এলাকায়। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে আকাশ কালো হয়ে আসে মেঘ। একে ঝমঝমিয়ে বৃষ্টি তার সঙ্গে ঝোড়ো হাওয়া, যার ফলে দুপুরের দিকে রীতিমতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাঁশের কাঠামো দিয়ে তৈরি দুর্গাপুরে শঙ্করপুর সর্বজনীন পুজোর লাইটের গেট। ভাগ্যক্রমে ঘটনার সময়ে ওই গেটের আশেপাশে কেউ না থাকায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে ওই আলোর গেটটি পড়ে যাওয়ায় শঙ্করপুরের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এরপর ডেকোরেটর ও বিদ্যুৎ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বাঁশের কাঠামো এবং লাইট খুলে গেট সারানোর কাজ শুরু হয়েছে।

দুমড়ে মুচড়ে গেল টোটো

অন্যদিকে, দুর্গাপুরে স্টিল টাউনশিপে ভারতী রোডে পুজো কমিটির আলোর গেটও ভেঙে পড়ে। শুধু তাই নয়, রিপোর্ট অনুযায়ী গতকাল ঝোড়ো হাওয়ার কারণে বারাসত টাকি রোডেও ভেঙে পড়ল একটি পুজো কমিটির বাঁশের লাইটের গেট। তাও আবার গেটটি একটি টোটোর উপর ভেঙে পড়ে। দুমড়ে মুচড়ে গিয়েছে তিনচাকার যানটি। তবে সৌভাগ্যবশত কেউ আহত হননি। দুর্ঘটনার জেরে ৩০ মিনিট বন্ধ ছিল রাস্তায় যান চলাচল। এরপর স্থানীয় পুলিশ এবং ডেকোরেটর ও বিদ্যুৎ কর্মীকে খবর দেওয়া হলে দ্রুত বাঁশের গেটটি খোলার কাজ শুরু হয়। অভিযোগ, গেটটি তৈরির সময় নাকি বাঁশের খুঁটি পোতার ক্ষেত্রে সঠিক নিয়ম মানা হয়নি। সেই কারণে গেট ভেঙে যাওয়ায় ডেকরেটার্সের একজনকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন: দেওরের সাথে ৪ বার পলাতক, শেষে বাধ্য হয়ে নিজেই নিজের স্ত্রীর বিয়ে দিলেন স্বামী

এই ঘটনায় ক্ষতিগ্রস্ত টোটোর মালিক বলেন, “বৃষ্টি হচ্ছিল। পাশেই দাঁড়িয়েছিলাম। একটা ঝোড়ো হাওয়ায় গেটটি ভেঙে পড়ে। গাড়ি পুরোপুরি ভেঙে গিয়েছে। পুজোর মুখে অনেক টাকার ক্ষতি হল।” পুজোর মুখে এইভাবে পুজোর আলোর গেট ভেঙে যাওয়ায় মাথায় হাত পড়ল উদ্যোক্তাদের। কীভাবে শেষ মুহূর্তে সবটা সামলানো যায় তাই নিয়ে রীতিমত বেসামাল হয়ে পড়েছে তাঁরা। তার উপর আবহাওয়ার এমন রূপ দেখে, পুজো কেমন কাটবে তা নিয়েও আশঙ্কা করছেন সকলে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥