শ্বেতা মিত্র, দুরগাপুরঃ রাজ্যবাসীর জন্য আসতে চলেছে আরো একটা বড় খবর। খবরটা বিশেষত দুর্গাপুরবাসীদের জন্য। বিষয়টি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়তা লাভ করতে শুরু করেছে। অনেকেই বেশ উৎসাহী। কিন্তু কী সেই খবর যেটা শোনার পর থেকে নেটিজেনদের একাংশ বেশ উৎসাহী হয়ে উঠেছেন?
দুর্গাপুরবাসীর জন্য সুখবর
কলকাতা সহ বাংলার বিভিন্ন জায়গায় উন্নয়ন ও সৌন্দর্যায়নের জন্য একের পর এক পদক্ষেপ গ্রহণ করেছে পশ্চিমবঙ্গ সরকার। জেলায় জেলায় তৈরি করা হয়েছে উন্নত রাস্তা, জোর দেওয়া হয়েছে পর্যটন ক্ষেত্রে। কলকাতার মতো সংলগ্ন জেলা ও রাজ্যের গুরুত্বপুর্ণ এলাকা যাতে আরো ঝাঁ চকচকে হয়ে ওঠে সে জন্য গ্রহণ করা হয়েছে একাধিক সিদ্ধান্ত।
আজ আপনাদের যে খবরটা জানাতে চলেছি সেটা দুর্গাপুর সংক্রান্ত। দুর্গাপুর রাজ্যের শিল্প শহর হিসেবে পরিচিত। কলকারখানার পাশাপাশি সেখানে রয়েছে সবুজের সমারোহ। সব মিলিয়ে শহর হিসেবে দুর্গাপুর বেশ মনোরম একটা জায়গা। তাছাড়া আশেপাশে গ্রাম গঞ্জ এলাকাও রয়েছে। কল কারখানা ও আশেপাশের বিভিন্ন ট্যুরিস্ট স্পটের কেন্দ্র বিন্দু এই দুর্গাপুর, সেই সুবাদে এখানে লোক সমাগম বারো মাসের। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি রয়েছেন পরিযায়ী শ্রমিক কিংবা নিখাদ ভ্রমণকারী। সবার কথা ভেবে দুর্গাপুরকে আরো নজরকাড়া করার সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছে বলে জানা গিয়েছে।
এবার দুর্গাপুরেও বিশ্ব বাংলা গেট!
সোশ্যাল মিডিয়া পোস্ট অনুযায়ী, দুর্গাপুরে হতে চলেছে এক নজরকাড়া নির্মাণ। জল্পনা অনুযায়ী, এই নির্মাণকার্য হবে নিউটাউনের বিশ্ববাংলা গেটের অনুরূপ। নিউটাউনের বিশ্ব বাংলা গেট প্রায় প্রত্যেক রাজ্যবাসীর কাছেই এক দ্রষ্টব্য স্থান বয়ে উঠেছে। ব্যস্ত সড়কের মাঝে তৈরি হওয়া এই ঝুলন্ত রেস্তোরাঁয় যাওয়ার ইচ্ছা রয়েছে অনেকেরই। কলকাতার মতো দুর্গাপুরও রাজ্যের গুরুত্বপুর্ণ একটি কেন্দ্র। এখানেও যে উন্নয়মূলক কাজ হবে সেটা বলার অপেক্ষা রাখে না। মনে করা হচ্ছে, দুর্গাপুরের সিটি সেন্টারের ডিভিসি মোড়ের কাছে বিশ্ব বাংলা গেটের আদলে আরো একটা গেট নির্মাণ কাজ শুরু করতে চলেছে রাজ্য সরকার।