দুর্গাপুজোর মুখেই বাংলায় বাড়ছে বিয়ার, হুইস্কি সহ একাধিক মদের দাম! পকেটে চাপ পড়ার আগেই রাখুন কিনে

Published on:

wine

শ্বেতা মিত্র, কলকাতাঃ বাংলা তথা ভারতের মদের দাম ওঠানামা করতেই থাকে। তবে দুর্গাপূজার সহ নানা উৎসবের সময় মদের দাম নিয়ে সকলেরই একটা কৌতুহল থাকে। দাম বাড়লো না কমলো সেটা জানার জন্য সকলেই রীতিমতো মুখিয়ে থাকেন। এবার তার ব্যতিক্রম ঘটলো না। এমনিতে গোটা বিশ্বজুড়ে বহু মানুষের মধ্যে মদ্যপানের প্রবণতা রয়েছে। স্বাস্থ্যের জন্য বিপজ্জনক হওয়া সত্ত্বেও, লোকেরা প্রতিদিন মদ্যপান করেন। আপনি কি মদ্যপান করেন? আপনিও কি এই পুজোর সময় বিয়ার বা অন্যান্য অ্যালকোহল বাড়িতে তোলার পরিকল্পনা করছেন তাহলে আপনার জন্য রইল বড় খবর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

পুজোর মুখে দাম বাড়ছে মদের

জানা গিয়েছে, দুর্গাপুজোর আবহে রাজ্যে মদের দাম বাড়ছে চলেছে। হ্যাঁ ঠিকই শুনেছেন। তবে এই বিষয়টি নতুন নয় গত আগস্ট মাস থেকেই এই দাম বৃদ্ধির বিষয়টি নিয়ে প্রস্তুতি চলছিল। তবে এবার অক্টোবর মাস হতে না হতেই বিভিন্ন জায়গা থেকে নতুন বর্ধিত দামে মদ ঢুকতে শুরু করেছে বাংলায়। আপনিও যদি দুর্গাপুজো বা অন্যান্য আসন্ন উৎসবের সময়ে আকণ্ঠ মদ্যপান করে বাড়িতে থাকার পরিকল্পনা করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে একটি ধাক্কাদায়ক খবর।

বিয়ারসহ বেশ কিছু পানীয়ের দাম বাড়তে চলেছে বলে খবর। যদিও এখানে একটি বিষয় বলে রাখা জরুরি, পুরনো মজুতের মদ আপাতত আগের দামেই কেনা যাবে। একটি বিশিষ্ট মহল দাবি করছে, গত বছর অর্থাৎ ২০১৩ সালের আবগারি খাতে রাজস্ব প্রায় ১০% বেড়ে ১৭০০ কোটি টাকা হয়েছিল। এ বছর ১৮০০ কোটি হতে পারে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কতটা দাম বাড়ছে

এখন আপনি নিশ্চয়ই ভাবছেন যে কতটা পরিমাণে দাম বাড়ছে? জানা গিয়েছে, বিয়ারের দাম বাড়ছে ২০-৪০ টাকা অবধি। এছাড়া দেশি মদের বোতলের দাম ৫ টাকা অবধি বাড়ছেন। দেশে তৈরি বিদেশি মদের দাম ১০-৪০ টাকা করে বাড়ছে। ওই গোত্রে তুলনায় দামি মদের দাম ১০০ টাকা মতো বাড়তে পারে। তা ছাড়া বিদেশি মদের দাম ১৫০-২০০ টাকা বাড়বে। আবার আমদানিকৃত বিদেশি মদ বাড়ছে ৫০-২০০০ টাকা অবধি।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group