সৌভিক মুখার্জী, কলকাতা: নিত্যযাত্রীদের আবারো চরম ভোগান্তির মধ্যে ফেলে দিলে পূর্ব রেল। হ্যাঁ, ব্যান্ডেল-কাটোয়া শাখায় একজোড়া লোকাল ট্রেন ১৪ দিন ধরে বাতিল (Train Cancelled) করে রাখা হচ্ছে বলে খবর। ১৬ই এপ্রিল থেকে শুরু করে ৫ই মে পর্যন্ত বন্ধ থাকবে ট্রেন।
রেলের সুত্র মারফত জানা গিয়েছে, দাঁইহাট এবং ধাত্রীগ্রাম স্টেশনের মাঝে ডাউন-মেইন লাইনের ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজ চলার কারণেই বন্ধ থাকবে জোড়া লোকাল ট্রেন। ফলে প্রয়োজনীয় ট্রাফিক ব্লক নিতে বাধ্য হচ্ছে পূর্ব রেল কর্তৃপক্ষ।
কোন কোন ট্রেন বাতিল থাকবে?
এখনো পর্যন্ত রেলের সূত্র মারফত যা জানা গিয়েছে, ব্যান্ডেল থেকে কাটোয়া ট্রেন নম্বর ৩৭৭৪৯ ব্যান্ডেল-কাটোয়া লোকাল বাতিল থাকবে এবং কাটোয়া থেকে ব্যান্ডেল ট্রেন নম্বর ৩৭৭৪৮ কাটোয়া-ব্যান্ডেল লোকাল উল্লিখিত দিনগুলিতে বাতিল থাকবে।
আর এই দুটি ট্রেন প্রতিদিন হাজার হাজার নিত্যযাত্রীর যাতায়াতের এক গুরুত্বপূর্ণ মাধ্যম। ট্রেন দুটি বাতিল হওয়ার ফলে বিশেষ করে স্কুল-কলেজ পড়ুয়া এবং অফিস-গামী লোকজনদের ভোগান্তির শেষ থাকবে না, তা বলাবাহুল্য।
কবে কবে বাতিল থাকছে ট্রেন?
পূর্ব রেলের সূত্র মারফত জানা গিয়েছে, বৃহস্পতিবার এবং রবিবার বাদে বাকি দিনগুলোতে এই ট্রেন দুটি বন্ধ থাকবে। একনজরে দেখে নিন বাতিলের দিনক্ষণ-
- ১৬ই এপ্রিল, ২০২৫- বুধবার
- ১৮ই এপ্রিল, ২০২৫- শুক্রবার
- ১৯শে এপ্রিল, ২০২৫- শনিবার
- ২১শে এপ্রিল, ২০২৫- সোমবার
- ২২শে এপ্রিল, ২০২৫- মঙ্গলবার
- ২৩শে এপ্রিল, ২০২৫- বুধবার
- ২৫শে এপ্রিল, ২০২৫- শুক্রবার
- ২৬শে এপ্রিল, ২০২৫- শনিবার
- ২৮শে এপ্রিল, ২০২৫- সোমবার
- ২৯শে এপ্রিল, ২০২৫- মঙ্গলবার
- ৩০শে এপ্রিল, ২০২৫- বুধবার
- ২রা মে, ২০২৫- শুক্রবার
- ৩রা মে, ২০২৫- শনিবার
- ৫ই মে, ২০২৫- সোমবার
তালিকার দিকে তাকালেই বোঝা যাচ্ছে, একটানা ১৪ দিন এই দুটি গুরুত্বপূর্ণ ট্রেন পরিষেবা বন্ধ থাকছে। ফলে আগেভাগেই সতর্কতা অবলম্বন করা বুদ্ধিমানের কাজ হবে।
পূর্ব রেলের বার্তা
পূর্ব রেলের সুত্র মারফত জানা গিয়েছে, দিনের বেলায় প্রায় ৩ ঘন্টার জন্য ট্রাফিক ব্লক নেওয়া হবে। নিরাপদ ব্যবস্থাকে আরো সুরক্ষিত করার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তাই যাত্রীদের অনুরোধ করা হয়েছে প্রতিটি স্টেশনের পাবলিক অ্যাড্রেস সিস্টেমের উপর নজর রাখতে, যাতে যাত্রা নিয়ে কোনোরকম সমস্যার মুখোমুখি না হতে হয়। এমনকি পূর্ব রেলের ফেসবুক পেজেও এই সংক্রান্ত একটি বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে, যেখানে তারা দুর্ভোগের জন্য যাত্রীদের কাছে ক্ষমাও চেয়েছে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |