প্রতিশ্রুতি রাখেননি মমতা! দিঘার জগন্নাথ মন্দিরে চলছে বহিরাগত নিয়োগ, বিক্ষোভ স্থানীয়দের

Published on:

Jagannath Temple In Digha

প্রীতি পোদ্দার, কলকাতা: চলতি বছর অক্ষয় তৃতীয়ার দিন, দিঘায় জগন্নাথ মন্দির (Jagannath Temple In Digha) উদ্বোধন হলেও একের পর এক বিতর্ক যেন পিছু ছাড়ছে না। প্রথমে বিগ্রহ নিয়ে বিতর্ক শুরু হলেও এখন সেই বিতর্ক তৈরি হয়েছে দিঘার মন্দিরের নামের সঙ্গে ‘ধাম’ লেখা নিয়ে। এমনকি সম্প্রতি মন্দিরের সিঁড়িতে ফাটল দেখা নিয়েও কম চর্চা হয়নি। আর এই আবহে এবার মন্দিরে কাজের দাবিতে বিক্ষোভে ফেটে পড়লেন স্থানীয়েরা।

ঘটনাটি কী?

গতকাল অর্থাৎ বৃহস্পতিবার বেলার দিকে মন্দিরের গেটে কাজের দাবিতে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান স্থানীয় গ্রামবাসীদের একাংশ। তাঁদের অভিযোগ ছিল কিছুদিন আগে দিঘায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্মসংস্থান বৃদ্ধি নিয়ে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু এখন মন্দিরের কাজে নাকি স্থানীয়দের বাদ দিয়ে বহিরাগতদের নিয়োগ করা হচ্ছে। পরিস্থিতি বেগতিক দেখে সঙ্গে সঙ্গে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। তারাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়দের আশ্বাস বিধায়কের

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করতে উদ্যোগী হন পুলিশ আধিকারিকরা। আশ্বাস দেওয়া হয়েছে যে, তাঁদের দাবি যথাযথভাবে প্রশাসনের কাছে পৌঁছে দেওয়া হবে। খবর পেয়ে এলাকায় রওনা দেন রামনগরের বিধায়ক ও মন্দির ট্রাস্টি বোর্ডের সদস্য অখিল গিরি। তিনিও এলাকাবাসীদের সঙ্গে দ্রুত আলোচনা করে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। তার পরেই বিক্ষোভ তুলে নেন স্থানীয়েরা। এদিন স্থানীয়রা আরও দাবি তুলেছিলেন যে ঠিকাদার সংস্থাগুলিও অন্য জায়গা থেকে লোক নিয়ে এসে কাজ করছে।

আরও পড়ুন: ৫ বছর পর ফিরছে সিনিয়ার সিটিজেনদের জন্য ছাড়! কতটা? যা জানালো ভারতীয় রেল

বড় আন্দোলনের হুঁশিয়ারি

তবে এদিন পুলিশ এবং বিধায়কের আশ্বাসে ভরসা রেখে আন্দোলনকারীরা বিক্ষোভ তুলে নিলেও তাঁরা হুঁশিয়ারি দিয়েছেন যে যদি এই সমস্যার সুরাহা না হয় তাহলে বড়সড় আন্দোলনে নামবেন। ট্রাস্টি বোর্ডের সদস্য রাধারমন দাস আগেই দাবি করেছিলেন, “জগন্নাথ মন্দির দিঘার আর্থ-সামাজিক ছবি পাল্টে দেবে। হাজার হাজার পর্যটকের আনাগোনায় ছোট বড় ব্যবসায়ী সকলেই লাভবান হবেন।” কিন্তু স্থানীয়রা সেই সুযোগ পাচ্ছে না, আর সেই বঞ্চনার বিরুদ্ধেই এদিনের বিক্ষোভ শুরু হয়েছিল।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥