প্রীতি পোদ্দার, কলকাতা: প্রতি মাসেই নির্দিষ্ট কিছু ছুটির বাইরেও কিছু বাড়তি ছুটি দেওয়া হয়ে থাকে। অর্থাৎ শুধুমাত্র জাতীয় ছুটির দিনগুলোতেই নয়, প্রতিটি রাজ্যেই রাজ্য সরকারের কিছু নির্দিষ্ট ছুটি থাকে। তাইতো প্রতি মাসে ছুটির তালিকা প্রকাশ্যে আসা মাত্রই সকলের ঘুরতে যাওয়ার পরিকল্পনা শুরু হয়ে যায়। এপ্রিল মাস শেষ হতে আর মাত্র কয়েকদিন বাকি। এর পর মে মাস শুরু হবে। তাই তার আগে একনজরে দেখে নেওয়া যাক মে মাসের ছুটির তালিকায়।
ফের টানা ৪ দিনের ছুটি
রাজ্য ভেদে ছুটির দিন ভিন্ন হতে পারে। কিছু ছুটির দিন শুধুমাত্র নির্দিষ্ট কিছু রাজ্যের জন্য প্রযোজ্য। সম্প্রতি মে মাসের ছুটির তালিকা (May 2025 Holiday List) অনুযায়ী জানা গিয়েছে, মাসের প্রথম দিন অর্থাৎ ১ মে, বৃহস্পতিবার শ্রমিক দিবস উপলক্ষে সমস্ত স্কুল, কলেজ, ব্যাঙ্ক এবং সরকারি কর্মদফতর ছুটি থাকবে। মাঝে শুক্রবার বাদ দিয়ে শনি রবি ছুটি, সেক্ষেত্রে কোনো কর্মী যদি শুক্রবার ছুটি নেয়, তাহলে তাঁর টানা ৪ দিন ছুটি হাতে থাকবে। আর এই ৪ দিনে কাছাকাছি কোথাও ঘুরে আসতে পারা যাবে।
১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক
এছাড়াও একইমাসে আরও একবার চার দিনের ছুটি পেতে চলেছেন সরকারি কর্মচারীরা। আগামী ৯ মে, শুক্রবার রবীন্দ্র জয়ন্তী। তার পরের দিন শনি এবং রবিবার এমনই ছুটি, এর পাশাপাশি ১২ মে, সোমবার বুদ্ধ পূর্ণিমার ছুটি রয়েছে। টানা আরও ৪ দিন ছুটি পাওয়া যাবে। সেক্ষেত্রে কাছাকাছি কোথাও ঘোরার পরিকল্পনা করা যাবে। অর্থাৎ একইমাসে দু’বার ৪ দিন করে ছুটি পাচ্ছেন সমস্ত সরকারি কর্মচারী সহ স্কুল কলেজের পড়ুয়ারা। অন্যদিকে এই মে মাস জুড়ে টানা ১২দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। তার মধ্যে দ্বিতীয় এবং চতুর্থ শনিবার আর সপ্তাহের রবিবার ছুটি তো আছেই।
আরও পড়ুনঃ কেন রান পাচ্ছে না ২৩.৭৫ কোটির ভেঙ্কটেশ? KKR-র ভুল ধরিয়ে দিলেন কুম্বলে
উল্লেখ্য মে মাসে আরও বেশ কিছু ছুটির দিনও ঘোষণা করা হয়েছে। ১৬ মে রাজ্য দিবস, ২৬ মে কাজী নজরুল ইসলামের জন্মদিন এবং ২৯ মে মহারাণা প্রতাপ জয়ন্তী। রাজ্য অনুসারে ব্যাঙ্ক ছুটি ভিন্ন হয়। সব রাজ্যে যে একই ছুটির দিন থাকে তা নয়। সমস্ত রাজ্যে ছুটির দিন আলাদা। তবে এই কদিন ব্যাঙ্ক বন্ধ থাকলেও অনলাইন ট্রানজ্যাকশনের ক্ষেত্রে কোনও সমস্যা হবে না। এবং এটিএম থেকে টাকাও তুলতে পারবেন।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।