বেশি লাগেজ নিলেই জরিমানা! পূর্ব রেলের আসানসোল ডিভিশনে বিরাট চেকিং রেলের

Published:

luggage weight checking asansol division
Follow

সহেলি মিত্র, কলকাতাঃ যত সময় এগোচ্ছে ততই ভারতীয় রেল যাত্রীদের কথা ভেবে একের পর এক সিদ্ধান্ত নিয়েই চলেছে। এবারও সেটার ব্যতিক্রম ঘটল না। এবার মূলত নিরাপদ এবং ঝামেলামুক্ত ভ্রমণ নিশ্চিত করার জন্য, পূর্ব রেলওয়ের আসানসোল বিভাগ আসানসোল স্টেশনের প্রবেশপথগুলিতে পোর্টেবল ডিজিটাল ওজন স্কেল ব্যবহার করে ব্যক্তিগত লাগেজ ওজন পরীক্ষা অভিযান (Luggage Weight Checking Asansol Division) শুরু করেছে। এই উদ্যোগের লক্ষ্য হল নির্ধারিত লাগেজ সীমা সম্পর্কে যাত্রীদের সচেতন করা। এর পাশাপাশি ট্রেনে ওঠা এবং নামার সময় বিলম্ব রোধ করা এবং যাত্রীদের মধ্যে কেবলমাত্র অনুমোদিত পরিমাণে লাগেজ বহন করার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা।

লাগেজ সীমা নিয়ে বিশেষ ড্রাইভ রেলের

ইতিমধ্যে আসানসোল সহ বহু স্টেশনে রেল কর্মীরা যাত্রীদের লাগেজ পরীক্ষা করছেন, অতিরিক্ত লাগেজের ক্ষেত্রে জরিমানা করছেন এবং যাত্রীদের নিয়ম মেনে চলার জন্য নির্দেশ দিচ্ছেন। উৎসবের আবহে ট্রেনে উপচে পড়া ভিড়ের কথা মাথায় রেখে চালু করা এই অভিযানটি শৃঙ্খলা বজায় রাখার এবং ব্যস্ত ভ্রমণের সময় মসৃণ কার্যক্রম নিশ্চিত করার একটি টেকসই প্রচেষ্টার অংশ।

আরও পড়ুনঃ পুলিশের গাড়ির ছাদে নাচ করে গ্রেফতার মহিলা, রামপুরহাট আদালতে মিলল জামিন

বিভাগের অন্যান্য স্টেশনেও একই ধরণের লাগেজ চেকিং সম্প্রসারণের পরিকল্পনা চলছে। যাত্রীদের রেল কর্মীদের সাথে সহযোগিতা করার, লাগেজ নিয়ম মেনে চলার এবং সেই অনুযায়ী তাদের যাত্রা পরিকল্পনা করার জন্য অনুরোধ করা হচ্ছে। এই উদ্যোগটি আসানসোল ডিভিশনের নেটওয়ার্ক জুড়ে সমস্ত যাত্রীদের জন্য নিরাপদ, দক্ষ এবং আরামদায়ক ভ্রমণ অভিজ্ঞতা প্রদানের প্রতিশ্রুতি প্রতিফলিত করে।

যাত্রীদের জন্য নির্ধারিত লাগেজের সীমা কত জেনে নিন

  • এসি ফার্স্ট ক্লাস (১এ) – ৭০ কেজি পর্যন্ত
  • এসি ২-টিয়ার (২এ) – ৫০ কেজি পর্যন্ত
  • এসি ৩-টায়ার (৩এ) – ৪০ কেজি পর্যন্ত
  • স্লিপার ক্লাস (SL) – ৪০ কেজি পর্যন্ত
  • সেকেন্ড সিটিং (2S) – ৩৫ কেজি পর্যন্ত

এই নিয়ম সারা বছর ধরে কার্যকর থাকবে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join