প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্যে একের পর এক সড়ক দুর্ঘটনা হয়েই চলেছে। এমনকি মা উড়ালপুলেও (Maa Flyover) একাধিক দুর্ঘটনা ঘটেছে। তা নিয়ে স্বাভাবিকভাবেই বেশ চিন্তিত প্রশাসন। এরপরই মা উড়ালপুলে রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত বাইক যাতায়াতের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। কিন্তু গত বৃহস্পতিবার নবান্নে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মা উড়ালপুলে বাইক যাতায়াতের উপর নিষেধাজ্ঞা নিয়ে যথেষ্ট ক্ষোভপ্রকাশ করেন।
মা উড়ালপুলে বাইক যাতায়াত বন্ধে ক্ষুব্ধ মমতা
সেই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, ‘সন্ধ্যার পর মা উড়ালপুল বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশের শুধু একটাই কাজ, বন্ধ করে দেওয়া।’ এর ফলে রাজ্য জুড়ে তিনি পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তোলেন। এরপর মা ফ্লাইওভার, এজেসি বোস রোডে ঘণ্টায় ৪০ কিলোমিটার গতিবেগ বেঁধে দিতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী। যার জেরে তখন নিষেধাজ্ঞা উঠে গিয়ে মা উড়ালপুল দিয়ে দেদার মোটরবাইক দিনে–রাতে যেতে শুরু করে। তবে কয়েকদিন যেতে না যেতেই এবার ফের মা ফ্লাইওভারের ওপর দিয়ে গাড়ি চলাচল বন্ধ নিয়ে এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করল কলকাতা পুলিশ। আর তাতেই প্রশ্ন উঠছে তবে কি এবার মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য করল কলকাতা পুলিশ?
মমতার নির্দেশের পরেও বন্ধ ব্রিজ!
আসলে কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্রিজ মেরামতির কারণে মা ফ্লাইওভারের রাস্তায় কাজ হবে। তাই প্রতিদিন রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত ওই অংশের সেতু ও রাস্তা বন্ধ থাকবে। ফলে সেখান থেকে কোনও গাড়ি চলাচল করবে না। আর এই ব্রিজ সংরক্ষণের কাজ হবে KMDA-র পক্ষ থেকে। সবমিলিয়ে রাতে আট ঘণ্টার জন্য বন্ধ রাখা হবে মা উড়ালপুলের বাইপাসগামী ফ্ল্যাঙ্ক। তবে বিপরীতমুখী ফ্ল্যাঙ্কটি দিয়ে যানবাহন চলাচলের জন্য সব সময়ই খোলা থাকবে।
এদিকে প্রতিদিন রাতে ইএম বাইপাসগামী মা উড়ালপুলের ফ্ল্যাঙ্ক বন্ধ থাকায় যাতায়াতকারীদের এক বিকল্প রুটের ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ। ইতিমধ্যেই লালবাজার সূত্রে জানা গিয়েছে, এজেসি বোস উড়ালপুল, পার্ক সার্কাস সেভেন পয়েন্ট, দরগা রোড, পিসি কানেক্টর হয়ে তারপর ইএম বাইপাস যেতে পারবে সমস্ত গাড়ি। সেক্ষেত্রে যদিও বা দূরত্ব এবং সময় দুটোই বেশি লাগবে। কিন্তু ব্রিজের মেরামতির কাজ পুরোপুরি সম্পন্ন না হওয়া পর্যন্ত এমনই থাকবে বলে জানা গিয়েছে। কিন্তু কতদিন এই ব্যবস্থা থাকবে তা নিয়ে এখনও কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি।