প্রীতি পোদ্দার, কলকাতা: বরাবরই কলকাতার সবচেয়ে ব্যস্ততম উড়ালপুল হল মা উড়ালপুল (Maa Flyover)। বাইপাসের সঙ্গে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম এই উড়ালপুল। সারাক্ষনই গাড়ির যাতায়াত লেগেই থাকে। তাই সেক্ষেত্রে মেরামতির কাজের জন্য মা উড়ালপুল কিছুক্ষণ বন্ধ থাকলেই সমস্যার মুখে পড়তে হয় নিত্যযাত্রীদের। চলতি বছরে কিছুদিন আগেই সংস্কারের কাজের জন্য নির্দিষ্ট সময়ে বন্ধ রাখা হয়েছিল মা উড়ালপুল। তবে এবার ফের একবার মেরামতির কাজে মা উড়ালপুল বন্ধ রাখার কথা জানাল কলকাতা পুলিশ।
ট্র্যাফিক পুলিশের বিবৃতি
ইতিমধ্যেই এই প্রসঙ্গে কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে মা উড়ালপুল সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে বলা হয়েছে, মেরামতির কাজের জন্য আগামী ২৮ এপ্রিল থেকে মে মাসের ২৭ তারিখ পর্যন্ত প্রায় ১ মাস বন্ধ রাখা হবে সাইন্স সিটি থেকে পিটিএস-মুখী অংশ। এই কয়েকদিন রাত ১১টা থেকে ভোর ৬টা পর্যন্ত যান চলাচল বন্ধ রাখা হবে মা উড়ালপুলে। তবে যে সময় উড়ালপুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেখানে পরিবহনকারীদের যাতে কোনো সমস্যার সম্মুখীন হতে না হয় তার জন্য বিকল্প পথের ব্যবস্থা করা হয়েছে।
বিকল্প রুটের ব্যবস্থা ট্রাফিক পুলিশের
জানা গিয়েছে যে সময় উড়ালপুল বন্ধ থাকবে সেই সময়টাতে যাত্রীদের বিকল্প রাস্তা ধরে গন্তব্যে পৌঁছনোর জন্য কলকাতা ট্রাফিক পুলিশ একটি বিকল্প রুটের সন্ধান দিয়েছে। বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে ইএমবাইপাস, পরমা আইল্যান্ড, পিসি কানেক্টর, ৪ নম্বর ব্রিজ, নিউ পার্কস্ট্রিট, আমির আলি অ্যাভিনিউ হয়ে এজেসি ফ্লাইওভার দিয়ে যেতে হবে পরিবহণকারীদের। ঘুরপথে যাওয়ার জন্য সেক্ষেত্রে যাত্রীদের কিছুটা হয়রানির মুখেও পড়তে হবে। তবে ট্রাফিক পুলিশের তরফ থেকে জানা যাচ্ছে সময় বেশি লাগলেও যাতায়াতের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না।
আরও পড়ুনঃ মে মাসে ১২ দিন বন্ধ ব্যাঙ্ক! দেখে নিন একনজরে RBI-র ছুটির তালিকা
এদিকে কয়েকদিন আগেই মা উড়ালপুলে রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত বাইক যাতায়াতের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিল কলকাতা ট্রাফিক পুলিশ। কিন্তু পরে একটি প্রশাসনিক বৈঠকে এই সিদ্ধান্তের ব্যাপারে আপত্তি তোলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শেষমেষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধমকের পরেই সেই নির্দেশ বাতিল করা হয়। তারপরেও ট্রাফিক পুলিশের তরফে মার্চ মাসেও পাঁচ ঘণ্টা যান চলাচল বন্ধ রাখা হয়েছিল। তখনও রক্ষণাবেক্ষণের কাজের জন্যে ফ্লাইওভারে যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। আর এবার ১ মাসের ধাক্কা খেতে চলেছে সাধারণ মানুষ।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |