কলকাতাঃ দুর্গাপুজো শেষ। আর সেইসঙ্গে ছুটিও শেষ। অর্থাৎ রবার শেষ এবার নতুন করে ঝেড়েঝুরে বই বের করে পড়ার দিন চলে এলো। বছর হলেই রয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু তার আগে যে পরীক্ষাটির মাধ্যমে সকলকে যেতে হয় সেটা হলো টেস্ট পরীক্ষা। জানা গিয়েছে, দুর্গাপুজোর শেষ হওয়ার পরেই এই দুই পরীক্ষা নিয়ে যে কোনও সময়ে বিজ্ঞপ্তি জারি করতে পারে মধ্যশিক্ষা পর্ষদ থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আর এই বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে তা নিয়ে উৎকণ্ঠা শেষ নেই ছাত্রছাত্রীদের।
মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষা
এমনিতে চলতি বছর থেকেই পরীক্ষার প্যাটার্ন এক প্রকার বদলে যেতে চলেছে। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় এই বছর থেকেই শুরু হতে চলেছে সেমিস্টার পদ্ধতি অর্থাৎ বছরে দুবার করে পরীক্ষা দিতে হবে পড়ুয়াদের। এমনিতে যত সময় এগোচ্ছে ততই বাংলা থেকে শুরু করে জাতীয় স্তরে শিক্ষা ব্যবস্থায় একের পর এক আমূল পরিবর্তন ঘটছে। এবারও তার ব্যতিক্রম ঘটবে না। তবে আপনার সন্তানও যদি এবারে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে বলে প্রস্তুতি নিচ্ছে তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য। আজকের এই প্রতিবেদনে আপনাদের এমন কিছু সম্পর্কে আলোচনা করা হবে যেগুলি আপনার সন্তানের পক্ষে আগামী দিনে অনেকটাই উপকারে লাগবে।
মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা যে কোনও স্কুল পড়ুয়া জীবনের সবথেকে বড় পরীক্ষা বলে গণ্য করা হয়। আর এই দুই বড় পরীক্ষা নিয়ে সকলের মধ্যে এক চাপা উৎকণ্ঠা কাজ করে। তবে এই দুই পরীক্ষায় বসার আগে সকলকেই দিতে হয় টেস্ট পরীক্ষা। আর এ টেস্ট পরীক্ষা হয় হোম সেন্টার অর্থাৎ যে স্কুলে পড়ুয়া পাঠরত সেই স্কুলে বসেই তাকে পরীক্ষা দিতে হয়। তবে হোম সেন্টার বলে যে একদম ঢিলেঢালা হবে সেটাও কিন্তু ভাবাটা ঠিক নয়। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষা যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনি টেস্ট পরীক্ষাও ততটাই গুরুত্বপূর্ণ। এই পরীক্ষায় পাশ করতে পারলেই বোঝা যাবে এই আগামী যে দুই বড় পরীক্ষা রয়েছে সেখানে পরীক্ষার্থীর ফলাফল কেমন হতে পারে। অর্থাৎ টেস্ট পরীক্ষা হল যে কোন পড়ুয়ার ভীত।
ভালো ফল করার টিপস
মাধ্যমিক হোক কিংবা উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা, পরীক্ষায় কেমন ভালো ফলাফল করা যায় আজ এই প্রতিবেদনে সেটিরই কিছু টিপস দেওয়া হবে। এই টিপসগুলি অনুসরণ করলে পরীক্ষার্থী ভালো নম্বর তুলবেই তুলবে। এখন আপনিও নিশ্চয় ভাবছেন যে সেই টিপসগুলোলো কী কী? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির উপর।
যে কোনো কাজের ক্ষেত্রে আগে ভালোরকম একটা প্রস্তুতি নিয়ে রাখতে হয়, পরীক্ষার ব্যাপারটাও ঠিক তাই। টেস্ট পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য আগে থেকে নিজের একটি রুটিন তৈরি করে রাখতে হবে পড়ুয়াদের।
১) যেমন দিনে কতক্ষণ পড়াশোনা করবে এবং কী কী বিষয় নিয়ে পড়াশোনা করবে সেটা নিয়ে একটি রুটিন তৈরি করে নিতে হবে।
২) এরপর স্কুলের পরামর্শ অনুযায়ী যে যে বিষয়গুলির উপর বেশি করে জোর দেওয়ার কথা বলা হয়েছে সেটিকে অনুসরণ করতে হবে।
৩) কোন বিষয়ের উপর দুর্বলতা রয়েছে সেই বিষয়টিকে নিয়ে বেশি করে পড়াশোনা করার পরামর্শ দেওয়া হচ্ছে পড়ুয়াদের।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |