সকল অপেক্ষার অবসান, অবশেষে কবে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোবে জানা গেল দিনক্ষণ। আজ বৃহস্পতিবার সন্ধেবেলায় মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হল, আগামী ২মে বেরোবে মাধ্যমিকের রেজাল্ট।
অর্থাৎ লোকসভা ভোটের মাঝেই মাধ্যমিক পরীক্ষার ফলাফল বেরোবে। ২ মে-তেই পরীক্ষার্থীরা হাতেগরম রেজাল্ট পেয়ে যাবেন। এছাড়া ফলাফল জানা যাবে মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইট থেকেই। এমনিতে লাখ লাখ পরীক্ষার্থী থেকে শুরু করে তাঁদের অভিভাবকরা মাধ্যমিকের রেজাল্ট কবে বেরোবে সেই নিয়ে চাতক পাখির মতো দিন গুনছিল। এদিকে রামানুজ গঙ্গোপাধ্যায় সোমবার জানিয়েছিলেন, লোকসভা নির্বাচনের জন্য মাধ্যমিকের ফলাফল প্রকাশ করার ক্ষেত্রে কোনও সমস্যা হবে না
উল্লেখ্য, চলতি বছরে ২ ফেব্রুয়ারি সংঘটিত হয়েছিল মাধ্যমিক পরীক্ষা। শেষ হয়েছিল ১২ ফেব্রুয়ারি।
শিক্ষার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট www.wbresults.nic.in -এর মাধ্যমে পরীক্ষার ফলাফল জানতে পারবে। শিক্ষার্থীরা প্রকাশিত হওয়ার পরে রোল নম্বর এবং জন্ম তারিখ ব্যবহার করে তাদের ফলাফল পরীক্ষা করতে পারে।গতবছরও
বোর্ড ফেব্রুয়ারি-মার্চে মাধ্যমিক পরীক্ষা নিয়েছিল এবং মে মাসে ফলাফল ঘোষণা করেছিল।
কীভাবে পড়ুয়ারা জানবে মাধ্যমিকের রেজাল্ট?
১) প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট wbresults.nic.in ক্লিক করতে হবে।
২) এরপর WBBSE মাধ্যমিক ক্লাস 10 রেজাল্ট লিঙ্ক-এ ক্লিক করতে হবে।
৩) তারপর রোল নম্বর, জন্ম তারিখ লাগবে লগ-ইন করতে হবে, এরপরেই জানা যাবে ফলাফল।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |