প্রীতি পোদ্দার, কলকাতা: আজ প্রকাশিত হল ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Madhyamik Result 2025)। আর প্রতিবারের মত এবারেও ছাত্র ছাত্রীদের জীবনের এই বড় পরীক্ষায় মেধাতালিকা নিয়ে জয়জয়কার জেলায় জেলায়। চলতি বছর মেধাতালিকা অনুযায়ী বাজিমাত করেছে একাধিক জেলা। এবারের মাধ্যমিকের মেধাতালিকায় প্রথম দশে জায়গা করে নিয়েছেন মোট ৬৬ জন ছাত্রছাত্রী। তাদের মধ্যে অনেকেই একই নম্বর পেয়ে। আজকের প্রতিবেদনের মাধ্যমে দেখে নেওয়া যাক চলতি বছরের মেধা তালিকায় কোন জেলা এগিয়ে এল এবং কোন জেলা পিছিয়ে থাকল।
সাফল্যের নিরিখে কোন জেলা এগিয়ে?
চলতি বছর মোট পরীক্ষা দিয়েছে ৯ লক্ষ ৬৯ হাজার ৪২৫ জন পরীক্ষার্থী। গতবারের তুলনায় ৫৬ হাজার ৮২৭ জন বেশি পরীক্ষার্থী ছিল। উল্লেখযোগ্য বিষয় হল ছাত্রীদের সংখ্যা বেশি এবার ছাত্রদের তুলনায়। রাজ্য জুড়ে পরীক্ষা হয় মোট ২,৬৮৩টি পরীক্ষাকেন্দ্রে। এদিকে মধ্যশিক্ষা পর্ষদের তথ্য অনুযায়ী জানা গিয়েছে, এবার মাধ্যমিকে প্রথম হয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ করোনেশন স্কুলের অদৃত সরকার। তার প্রাপ্ত নম্বর ৬৯৬। কিন্তু প্রথম স্থান অধিকার করলেও জেলাভিত্তিক পাশের হারের নিরিখে ২২ নম্বরে আছে উত্তর দিনাজপুর। এবং জেলাভিত্তিক পাশের হারের নিরিখে পূর্ব মেদিনীপুর প্রথম স্থান অধিকার করেছে।
কলকাতার স্থান কত নম্বরে?
গত বছর জেলাভিত্তিক পাশের হারের নিরিখে প্রথম ছিল কালিম্পং। কিন্তু এবার সেই পাশের হারকে টপকে এগিয়ে এসেছে পূর্ব মেদিনীপুর। সেখানে সাফল্যের হার ৯৬.৪৬ শতাংশ। এবং দ্বিতীয় স্থানে রয়েছে কালিম্পং। সাফল্যের হার ৯৬.০৯ শতাংশ। কলকাতা ৯২.৩ শতাংশ নম্বর নিয়ে উঠে এসেছে তৃতীয় স্থানে। সবমিলিয়ে মোট পাঁচটি জেলায় পাশের হার ৯০ শতাংশের গণ্ডি ছুঁয়ে ফেলেছে। অন্যদিকে পশ্চিম মেদিনীপুর ৯১.৪১ শতাংশ নম্বর পেয়ে পঞ্চম স্থান দখন করেছে। এবং উত্তর ২৪ পরগনা পঞ্চম স্থান দখল করেছে, যেখানে সাফল্যের হার ৯০.০৮ শতাংশ। এছাড়াও ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম স্থানে জায়গা দখল করে নিয়েছে যথাক্রমে দক্ষিণ ২৪ পরগনা, হুগলি এবং হাওড়া।
এছাড়াও সাফল্যের তালিকা সূত্রে জানা গিয়েছে নদিয়া ৮৮.৭৪ শতাংশ পূর্ব বর্ধমান: ৮৫.০৫ শতাংশ, ঝাড়গ্রাম: ৮৪.৯৩ শতাংশ, কোচবিহার: ৮১.৬৩ শতাংশ, মুর্শিদাবাদ: ৭৯.০২ শতাংশ, মালদা: ৭৮.১৫ শতাংশ, দার্জিলিং: ৭৮.০৫ শতাংশ, দক্ষিণ দিনাজপুর: ৭৭.৯৬ শতাংশ, পুরুলিয়া: ৭৭.৮৫ শতাংশ, বাঁকুড়া: ৭৭.৭ শতাংশ, বীরভূম: ৭৫.৪১ শতাংশ, পশ্চিম বর্ধমান: ৭৩.৮৭ শতাংশ, আলিপুরদুয়ার: ৭২.৭১ শতাংশ, উত্তর দিনাজপুর: ৭১.০৩ শতাংশ। এবং জলপাইগুড়ি: ৬৯.৪৭ শতাংশ পেয়েছে। সবমিলিয়ে এবার মাধ্যমিকে পাশের হার ৮৬.৫৬ শতাংশ।
আরও পড়ুনঃ ৭০০ তে ৬৯৬! ‘প্রথম হব ভাবিনি’, মাধ্যমিকে সেরা হয়ে জানাল আদৃত, বড় হয়ে কী হতে চায়?
উল্লেখ্য এদিন পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী সকাল ৯টায় মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ বন্দ্যোপাধ্যায় ফল ঘোষণা করেন। ৭০ দিনের মাথায় মাধ্যমিকের ফলপ্রকাশিত হল। চলতি বছর গত ১০ ফেব্রুয়ারি শুরু হয় মাধ্যমিক যা ২২ ফেব্রুয়ারি শেষ হয়। এবছর উত্তীর্ণ হয়েছে মোট ৭,৯১,০৮৮ জন পড়ুয়া। তাদের মধ্যে ছাত্রীর সংখ্যা হল ৪,২২,৭৬৬। যা শতাংশের বিচারে ৮৪.৩৯ শতাংশ। আর ৮৯.১৯ শতাংশ ছাত্র উত্তীর্ণ হয়েছে। আশা করা যাচ্ছে পরের বছর এর থেকেও দ্বিগুণ ফলাফল প্রকাশ আসবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |