সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যের প্রায় ১০ লক্ষ পরিবার এখন তাকিয়ে আছে একটি দিনের দিকে। আর তা হল মাধ্যমিকের ফল প্রকাশ (Madhyamik Result 2025)। বহু জল্পনার ইতি ঘটতে চলেছে। অবশেষে হদিস মিললো মাধ্যমিকের ফল প্রকাশের তারিখ। জানা যাচ্ছে, গরমের ছুটির প্রথম দিন মানে আগামী ৩০ এপ্রিল নাকি ফল প্রকাশ করতে চায় পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ।
প্রসঙ্গত, এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১০ ফেব্রুয়ারি থেকে এবং শেষ হয় ২২ ফেব্রুয়ারি। অর্থাৎ, এবার মাত্র ৬৮ দিনের মাথায় ফল প্রকাশ করতে চলেছে বোর্ড। গত কয়েক বছরের তুলনায় এবার দ্রুত ফল প্রকাশ হতে চলেছে বলেই জানা যাচ্ছে। তবে এই তারিখ নিয়ে একটা কিন্তু থেকে যাচ্ছে। সেদিন দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন। ফলে শেষ মুহূর্ত তারিখ বদল ঘটতে পারে বলে জানাচ্ছে পর্ষদ সূত্র।
চলতি বছরের মাধ্যমিকের পরিসংখ্যান
জানিয়ে রাখি, এবার মাধ্যমিক পরীক্ষার্থী ছিল মোট ৯ লক্ষ ৮৪ হাজার ৮৯৪ জন। গত বছরের তুলনায় সংখ্যায় প্রায় ৬২ হাজারের মতো বেশি। রাজ্যের ২৬৮৩ টি পরীক্ষা কেন্দ্রে বোর্ডের এই পরীক্ষাটি আয়োজিত হয়।
পরীক্ষা পরিচালনা এবং খাতা মূল্যায়নেও যুক্ত ছিলেন বহু শিক্ষক-শিক্ষক ও শিক্ষা কর্মী। কিন্তু ৩ এপ্রিল সুপ্রিম কোর্টের রায় প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা বরখাস্ত হয়। আর সেখানেই তৈরি হয় সংশয়। এই আকস্মিক সংকট ফল প্রকাশে কোনরকম প্রভাব ফেলবে না তো?
শিক্ষামন্ত্রীর আশ্বাসে পর্ষদের প্রস্তুতি
এই প্রশ্নকে ঘিরে যখন রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে, তখন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু স্পষ্ট জানিয়ে দেন, সময় মতোই ফল প্রকাশ করা হবে। তিনি আরো জনান যে, মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের মধ্যে এই নিয়ে দীর্ঘ আলোচনা চলছে।
আরও পড়ুনঃ “রাজ্য সরকার শুধু ললিপপ দেখাচ্ছে!” এবার বড় আন্দোলনে প্রাথমিকের চাকরিপ্রার্থীরা
অবশেষে পর্ষদ সূত্রে জানা গিয়েছে, ৩০ এপ্রিলের মধ্যেই ফল প্রকাশের প্রস্তুতি নেওয়া হচ্ছে। রেজাল্ট তৈরি করার কাজ প্রায় শেষ পর্যায়ে। শুধু সরকারি সিদ্ধান্ত অনুযায়ী চূড়ান্ত হওয়াটাই বাকি। তবে ঐদিন দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন অনুষ্ঠান, যা সরকারের গুরুত্বপূর্ণ কর্মসূচি। তাই সেদিন ফল প্রকাশ হবে কিনা, তা নিয়ে এখনো সন্দেহ থেকে যাচ্ছে।
বিগত বছরগুলির পরিসংখ্যান
প্রসঙ্গতি জানিয়ে রাখি, ২০২৪ সালে মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছিল ২ মে, ২০১৩ সালে ফল প্রকাশিত হয়েছিল ১৯ মে এবং ২০২২ সালে ফল প্রকাশিত হয়েছিল ৩০ জুন। তবে এবার আশা করা যাচ্ছে, ৩০ এপ্রিলের মধ্যেই ফল প্রকাশ করে দেওয়া হবে। এখন দেখার পর্ষদ এই বিষয়ে কি সিদ্ধান্ত নেয়।