সৌভিক মুখার্জী, কলকাতা: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। জীবনের প্রথম বোর্ডের পরীক্ষার ফলাফল প্রকাশ হতে আর হাতেগোনা কয়েকটা দিন বাকি। হ্যাঁ, যেমনটা জানা যাচ্ছে আগামী 2 মে, 2025 প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের ফলাফল (Madhyamik Result)। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে শেষ হয়েছে মাধ্যমিক।
ঠিক 70 দিনের মাথায় এবার ফলাফল প্রকাশ করতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ। এখন পরীক্ষার্থীদের মধ্যে উত্তেজনা চরম লেভেলে। তবে অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, অনলাইনে কীভাবে চেক করবো মাধ্যমিকের রেজাল্ট? চলুন আমরা জানিয়ে দিচ্ছি সহজ উপায়।
কখন, কোথায় প্রকাশিত হবে মাধ্যমিকের ফলাফল?
পর্ষদ সুত্রে যেমনটা জানা গিয়েছে, আগামী 2 মে সকাল 9৯ টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হবে সংবাদ মাধ্যমে। আর 9:45 থেকে অনলাইনে নিজের রেজাল্ট দেখে নিতে পারবে শিক্ষার্থীরা।
রেজাল্টের মধ্যেই এসএসসি ইস্যু!
এবারের মাধ্যমিক পরীক্ষার এবং রেজাল্ট প্রকাশের মধ্যে ঘটে গিয়েছে এক বিরাট ঘটনা। হ্যাঁ, এসএসসি 2016-র পুরো নিয়োগ প্যানেল বাতিল হয়ে গিয়েছে, যার ফলে 26 হাজার শিক্ষক-শিক্ষিকা এক নিমেষে তাদের চাকরি হারিয়েছে। এমনকি তাদের মধ্যে অনেকেই মাধ্যমিক পরীক্ষার খাতা দেখার দায়িত্বে ছিলেন।
ফলে এই আবহে শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে সংশয় জন্মেছিল যে, এবার হয়তো ফল প্রকাশ করতে কিছুটা বিলম্ব হতে পারে। তবে তেমনটা ঘটলো না। ঠিক সময়ে ফলাফল প্রকাশিত হবে বলেই জানানো হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে।
অনলাইনে কীভাবে দেখবেন মাধ্যমিকের ফলাফল?
এখন মাধ্যমিকের রেজাল্ট অনলাইনে দেখার পদ্ধতিও খুব সহজ। শুধু পরীক্ষার্থীদের কিছু ধাপ অবলম্বন করতে হবে। সেগুলি হল-
- প্রথমে যেকোন ব্রাউজারে গিয়ে wbresults.nic.in পোর্টালে যান।
- এরপর নিজের রোল নম্বর এবং জন্ম তারিখ ইনপুট করুন।
- এবার “Search” অপশনে ক্লিক করুন।
- এরপর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার রেজাল্ট স্ক্রিনে ভেসে উঠবে।
- এরপর আপনি একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন ভবিষ্যতে সংরক্ষণের জন্য।
মাধ্যমিক 2025-র সংক্ষিপ্ত ঝলক
প্রসঙ্গত জানিয়ে রাখি, এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল 10 ফেব্রুয়ারি থেকে এবং পরীক্ষা শেষ হয়েছিল 22 ফেব্রুয়ারিতে। আর ফলাফল প্রকাশ হচ্ছে আগামী 2 মে, 2025 তারিখে। মাধ্যমিক পরীক্ষায় এবার রাজ্যজুড়ে কড়া নিরাপত্তা দেওয়া হয়েছিল। বিশেষ করে মালদা জেলায় ছিল করাকরি নজরদারি।
আরও পড়ুনঃ এবার আরও আগে! গরমের ছুটিতেই উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ, জেনে নিন দিনক্ষণ
সূত্রের খবর, এবার জেলার 263টি স্কুলের 122টি পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষার আয়োজন করা হয়েছিল। এমনকি ভিন্ন সুপারভাইজারও রাখা হয়েছিল। এখন হাতে গোনা আর কয়েকটা দিন বাকি। তাই সময় নষ্ট না করে ভবিষ্যতের জন্য পরিকল্পনা সের নেওয়া সবথেকে বুদ্ধিমানের কাজ হবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |