ক্যাম্প করে বিলি করা হবে ২০২৬-র মাধ্যমিকের টেস্ট পেপার, কবে? বিজ্ঞপ্তি পর্ষদের

Published:

Madhyamik Test Paper
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার তোড়জোড়। আর তার আগেই মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যের টেস্ট পেপার (Madhyamik Test Paper) বিতরণ করার সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। হ্যাঁ, ১৭ অক্টোবর একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আর সেখানেই টেস্ট পেপার দেওয়ার দিনক্ষণ সম্পর্কিত বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়েছে।

মাধ্যমিকের টেস্ট পেপার দেওয়ার ঘোষণা

প্রসঙ্গত, প্রতি বার স্কুলের টেস্ট পরীক্ষার পরেই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে সরকারি টেস্ট পেপার দেওয়া হয়ে থাকে। তবে সেক্ষেত্রে ছাত্রছাত্রীরা প্রিপারেশন নিতে অনেকটা কম সময় পায়। তবে এ বছর অনেক আগেই টেস্ট পেপার দেওয়া হবে ছাত্রছাত্রীদের হাতে। এমনটাই জানানো হয়েছে পর্ষদের তরফ থেকে।

ক্যাম্পের মাধ্যমে দেওয়া হবে টেস্ট পেপার

অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবার মোট ৪৯টি ক্যাম্পের মাধ্যমে এই টেস্ট পেপার বিতরণ করা হবে। আর স্কুলের প্রধান শিক্ষক-শিক্ষিকা নিজের স্কুলের ছাত্রছাত্রীদের জন্য টেস্ট পেপার সংগ্রহ করতে পারবে। উল্লেখ্য, আগে পর্ষদের রিজিওনাল অফিস থেকে টেস্ট পেপার দেওয়া হত। সেক্ষেত্রে বিতরণ করা বা স্কুলে আনতে অতিরিক্ত গাড়ি ভাড়া বা সময়সাপেক্ষ হয়ে যেত। তবে পর্ষদের উদ্যোগে এবার জেলায় জেলায় ক্যাম্পের মাধ্যমে এই টেস্ট পেপার বিতরণ করা হবে। ফলে এক-দু’দিনের মধ্যেই এবার ছাত্রছাত্রীদের হাতে এই টেস্ট পেপার এসে পৌঁছবে।

পর্ষদের সচিব সুব্রত ঘোষ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বিদ্যালয় পরিদর্শকদের মাধ্যমে এবার টেস্ট পেপার বিলি করা হবে না। মোটামুটি ১০ লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থী এবার পরীক্ষা দিচ্ছে। তারা ডিসেম্বরে শুরুতে যাতে টেস্ট পেপার পায়, সেজন্য পর্ষদ রাজ্যের ২৩টি জেলায় এই ৪৯টি ক্যাম্প চালু করবে। এমনকি সংশ্লিষ্ট ৯৯৯১টি স্কুলের প্রধান শিক্ষক-শিক্ষিকাকে জানানো হয়েছে, তারা যেন নিজের স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীদের টেস্ট পেপার ওই ক্যাম্প থেকে সংগ্রহ করে নেয়।

আরও পড়ুনঃ ৯ মাসে ১০ হাজার! AIDS আক্রান্তের সংখ্যায় রেকর্ড গড়ল পাকিস্তান

কবে নাগাদ পৌঁছবে টেস্ট পেপার?

এখনও পর্যন্ত বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী যা খবর, কিছু কিছু জেলাতে টেস্ট পেপার পৌঁছতে দেরি হতে পারে। তবে ঠিক কবে নাগাদ এই টেস্ট পেপার পৌঁছবে, এখনও পর্যন্ত পর্ষদ সে বিষয়ে কিছু জানায়নি। শুধুমাত্র ছাত্র-ছাত্রীদের টেস্ট পেপার বিতরণের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তবে আশা করা যাচ্ছে, নভেম্বরে দ্বিতীয় সপ্তাহ নাগাদ ছাত্র-ছাত্রীদের হাতে এই টেস্ট পেপার পৌঁছে যাবে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join