জগন্নাথ ধাম, দুর্গাঙ্গনের পর এবার সবথেকে বড় মহাকাল ধাম! শিলিগুড়িতে বড় ঘোষণা মমতার

Published:

Siliguri
Follow

প্রীতি পোদ্দার, শিলিগুড়ি: কয়েক মাস আগে পুরীর আদলে দিঘায় জগন্নাথদেবের মন্দির তৈরির পর অনেক প্রশংসা কুড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই রাজারহাটে দুর্গা অঙ্গন তৈরির কথা বলেছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। সেই মোতাবেক কলকাতার উপকণ্ঠে জমি চিহ্নিত করা হয়েছে। এবার পালা শিলিগুড়ির (Siliguri)। জানা গিয়েছে খুব শীঘ্রই সেখানে তৈরি হতে চলেছে মহাকাল মন্দির। থাকবে সবথেকে বড় শিব ঠাকুর। বৃহস্পতিবার দার্জিলিংয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

মহাকাল মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী

আজ অর্থাৎ বৃহস্পতিবার পাহাড় সফরের শেষ দিনে শুরু থেকেই জনসংযোগ শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সকালে রিচমন্ড হিল থেকে হেঁটে বের হন মুখ্যমন্ত্রী। খোশ মেজাজেই রাস্তা দিয়ে যাওয়ার সময় পথচলতি সাধারণ মানুষ ও পর্যটকদের সঙ্গে কথা বলেন তিনি। খুদেদের সঙ্গে কথা বলে তাদেরকে পুতুল ও চকোলেট বিলি করেন মমতা। এরপর সূর্যমুখী ফুল, দুধ দিয়ে দার্জিলিঙের মহাকাল মন্দিরে পুজো দেন মুখমন্ত্রী। সকল পাহাড়বাসীর জন্য শান্তি কামনা করেন তিনি। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, জিটিএ’র চিফ এগজিকিউটিভ অনিত থাপা-সহ পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা।

কী বলছেন মুখ্যমন্ত্রী?

পুজো দিয়ে বেরিয়ে সঙ্গে সঙ্গে সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “মন্দিরে দেখলাম অনেক বয়স্ক ও বিশেষভাবে সক্ষমরা আসেন। কিন্তু তাদের পক্ষে ওপরে ওঠা সম্ভব নয়। তার জন্য আমি বলেছি জেলা প্রশাসন জিটিএ’র তরফে ইলেকট্রিক গাড়ির ব্যবস্থা করা হবে। এছাড়াও আমার একটা উদ্দেশ্য রয়েছে শিলিগুড়িতে ডিএমকে একটা জমি দেখতে বলেছি। সেখানে কনভেনশন সেন্টার হবে। তারপাশেই তৈরি করা হবে মহাকাল মন্দির। এখানে সবচেয়ে বড় শিব রাখা হবে। আমরা একটা জগন্নাথ ধাম করেছি দিঘায় । একটা দুর্গাঙ্গন করছি রাজারহাটে।”

আরও পড়ুন: বাংলার বিরুদ্ধে কুৎসা রুখবে ডিজিটাল বাহিনী, বড় ঘোষণা অভিষেকের

মহাকাল মন্দির নির্মাণ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন যে, “ মন্দির নির্মাণ করতে হয়তো একটু সময় লাগবে। টাস্ট্রি বোর্ড গঠন করতে হবে। যদিও সরকার বিনামূল্যেই জমি দেবে। ইতিমধ্যেই আর্কিটেকচারটাও আমি দেখে নিয়েছি। সবাইকে নিয়ে আমরা নিজেরা করব।” উত্তরবঙ্গের বিপর্যয়ের পর দ্বিতীয় দফায় পাহাড় সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দার্জিলিঙে করেছেন প্রশাসনিক বৈঠক। পৌঁছে গিয়েছিলেন দুর্গতদের বাড়িতেও। তবে এখন পরিষেবা অনেকটাই আয়ত্তে এসেছে। জানা গিয়েছে আজই কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বাগডোগরা বিমানবন্দর থেকে ডিরেক্ট রওনা দেবেন বাড়ির উদ্দেশ্যে ৷

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join