মহানন্দাতে হড়পা বান! ক্ষতিগ্রস্ত ২০০-র বেশি বাড়ি, মহা বিপর্যয় উত্তরবঙ্গে

Published:

North Bengal
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: পুজোর মুখে টানা ৫ ঘণ্টার ভারী বৃষ্টিতে বিপর্যয় নেমে এসেছিল দক্ষিণবঙ্গে। রাতারাতি গোটা কলকাতা অর্ধেক ডুবে গিয়েছিল জলের তলায়। যদিও পরে পুরসভার উদ্যোগে রাস্তাঘাটের জমা জলে শীঘ্রই নামানো হয়েছিল। এমতাবস্থায় পুজোর পর ভারী বৃষ্টিতে ফের বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরবঙ্গ (North Bengal)। ভারী বৃষ্টিতে জায়গায় জায়গায় ধস নেমেছে। রাস্তাঘাট চলে গিয়েছে জলের নীচে। এই পরিস্থিতিতে মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে মিরিকে। ধসে চাপা পড়ে মারা গিয়েছে অনেক। আর এবার হড়পা বানে  ক্ষতিগ্রস্ত হল একাধিক বাড়ি।

মহানন্দা নদীতে হড়পা বান!

গতকাল রাত থেকেই এলাকায় মহানন্দার বাঁধ ভেঙে জল ঢুকতে শুরু করে এলাকায়। জলের স্রোত এতটাই ছিল যে অনেক ঘর ভেসে যায়। বহু ঘরের থেকে আসবাবপত্র ভেসে গিয়েছে। কার্যত খোলা আকাশের নীচে এসে দাঁড়িয়েছেন কয়েক হাজার মানুষ। স্থানীয় বাসিন্দারা জলপাইগুড়ি জেলা প্রশাসনকে জানালে প্রশাসনের নির্দেশে মহানন্দা ব্যারেজের লকগেট খুলে দেওয়ার পর জল নামতে শুরু করে। এমতাবস্থায় শিলিগুড়ি সংলগ্ন ১ নম্বর ডাকগ্রামে পোড়াঝার গ্রামে আজ ভোরে মহানন্দা নদীতে শুরু হয় হড়পা বান। বাঁধ ভেঙে ২০০ টির বেশি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়। ঘরছাড়া বহু মানুষ এইমুহুর্তে স্থানীয় স্কুলে আশ্রয় নিয়েছে।

ফুঁসছে তিস্তা নদীও

লাগাতার বৃষ্টির জেরে জাতীয় সড়কও বন্ধ রাখা হয়েছে আপাতত। যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ। দার্জিলিং-কালিম্পংয়ের রোহিণী রোডে ধস নামায় সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। শিলিগুড়ি-কালিম্পংয়ের রাস্তা বন্ধ। দুধিয়া ব্রিজ ভেঙে পড়ায় শিলিগুড়ির সঙ্গে মিরিকের যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন। কোচবিহার, মাথাভাঙা-সহ বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন হয়ে রয়েছে। বাঁধ ভেঙেছে একাধিক জায়গায়। তিস্তা, নদীও রীতিমতো ফুঁসছে। জলঢাকাতেও বাঁধ ভেঙেছে, ফলে ময়নাগুড়ি এবং ধুপগুড়ি এলাকার বিভিন্ন ব্লগে হুরহরিয়ে জল ঢুকতে শুরু করেছে। সাধারণ মানুষের পাশাপাশি বন্যপ্রাণীরা বন্যার হাত থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করে চলেছে।

আরও পড়ুন: মিরিকে ভূমিধস, ভাঙল দুধিয়া সেতু! লাগাতার বৃষ্টিতে ভয়ংকর বিপর্যয় উত্তরবঙ্গে, মৃত ১৩

ইতিমধ্যেই উত্তরবঙ্গের বৃষ্টি বিপর্যয়ের মধ্যে প্রশাসনের তরফে বিভিন্ন এলাকায় উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। শুধু তাই নয়, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী যাচ্ছে ডুয়ার্সের নাগরাকাটায়। ভারী বৃষ্টির কারণে ডুয়ার্সের একাধিক এলাকা জলমগ্ন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নাগরাকাটা। সেখানে প্রায় ২০০ পরিবার এই মুহূর্ত জলবন্দি হয়ে রয়েছে। বাড়িতে জল ঢুকেছে, জল ঢুকেছে থানাতেও। ভুটান থেকেও জল ঢুকেছে সেখানে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী গিয়ে অনেককেই উদ্ধার করে স্থানীয় বিদ্যালয়ে রাখা হচ্ছে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join