কাঠের মালা নিয়ে বিতর্কিত মন্তব্য, মহুয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের মতুয়াদের!

Published:

Mahua Moitra On Matuas controversial statement They filed complain against TMC MP
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মতুয়াদের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের জের, এবার তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে কল্যাণী থানায় অভিযোগ দায়ের করেছেন মতুয়া সম্প্রদায়ের একটা বড় অংশ। তাঁদের বেশিরভাগেরই অভিযোগ, মতুয়া সম্প্রদায়ের কাঠের মালা নিয়ে বিদ্রুপ করেছেন মহুয়া (Mahua Moitra On Matuas)। যা মেনে নেওয়ার মতো নয়।

মহুয়ার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিল সর্বভারতীয় মতুয়া সংঘ

TV 9 এর রিপোর্ট অনুযায়ী, মহুয়ার বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে সর্বভারতীয় মতুয়া সংঘের সভাপতি অশোক বারুই জানিয়েছেন, এই মহুয়া মৈত্র কোন সমাজের মানুষ আমার জানা নেই। কিন্তু মতুয়ারা শান্ত এবং ভদ্র সমাজের মানুষ। এই সম্প্রদায় হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরে বিশ্বাসী। মতুয়া সম্প্রদায়ের মানুষ সাধু গোসাই হয়। তারা শিক্ষার জন্য আন্দোলনে নামে। আর তাদেরকে নিয়ে মহুয়া যে মন্তব্য করেছেন আমরা তার ধিক্কার জানাই।

অশোক আরও বলেছিলেন, হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুর এসেছিলেন সমস্ত জাতিকে বাঁচাতে। এই মতুয়া জাতি সমাজের হয়ে কথা বলে। মহুয়ার মন্তব্যের ঘোর বিরোধিতা করছি। কাঠের মালা নিয়ে তিনি যে বিদ্রুপ করেছেন তার বিরুদ্ধেই আমরা কল্যাণী থানায় অভিযোগ দায়ের করতে যাচ্ছি।

অবশ্যই পড়ুন: ‘আজকের পরীক্ষাতেও আছে অযোগ্যরা, মামলা হবেই!’ বিস্ফোরক সুমন বিশ্বাস

ঠিক কী মন্তব্য করেছিলেন মহুয়া মৈত্র?

প্রায়শই বিতর্কিত মন্তব্যের কারণে শিরোনামে থাকেন তৃণমূল সাংসদ মহুয়া। এবারেও সেই নিয়মের অন্যথা হয়নি। সম্প্রতি, মতুয়া সম্প্রদায়ের একাংশকে নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে কৃষ্ণনগরের সাংসদ বলেছিলেন, মতুয়ারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া বিভিন্ন ভাতা এবং প্রকল্পের সুবিধা গ্রহণ করেন। কিন্তু ভোট এলেই তারা বিজেপির দিকে ঝুঁকে যান। মতুয়াদের বড় অংশের ভোট নাকি পায়ে বিজেপি।

এদিন ঘাসফুল শিবিরের সাংসদ বলেছিলেন, সারা বছর তৃণমূলী, আর ভোট এলেই সনাতনী। এগুলো কেমন অঙ্ক ভাই? আমরা 1,000 টাকা লক্ষ্মীর ভান্ডার পেলে, SC মহিলারা 1200 টাকা করে পান। এদিকে প্রতিটি SC বুথ গুনলে 100 টা ভোটের মধ্যে 85টাই যায় বিজেপির ঝুলিতে, 15টি ভোট পায় অন্য পার্টি। এরপরই মহুয়া কিছুটা ক্ষোভের স্বরেই বলে বসেন, কাজের সময় মমতা, রাস্তার সময় মমতা। কাঠের মালা পড়ে ভাই সব তো চলে আসেন ভাতা নিতে তখন কী হয়? বাস্তব কথা বলছি আমি, শুনতে খারাপ লাগে। তৃণমূল সংসদের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে মতুয়া সম্প্রদায়ের অভিযোগ, মহুয়া তাদের অপমান করেছেন।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join