সহেলি মিত্র, কলকাতা: ডিএ (DA) মামলায় দীর্ঘ টালবাহানার পর কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন বাংলার বহু সরকারি কর্মী। রাজ্যকে বকেয়া অন্তত ২৫ শতাংশ সরকারি কর্মীদের মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এদিকে সুপ্রিম কোর্টের এরকম নির্দেশে রীতিমতো অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দল রাজ্যের তরফে আইনজীবী অভিষেক মনু সিংভি জানিয়েছেন এরকম ভাবে ডিএ মেটাতে গিয়ে রাজ্য সরকারের প্রায় ১০ হাজার কোটি টাকা খরচ হবে। যাইহোক বর্তমান সময়ে এখন বহু সরকারি কর্মী প্রস্তু তুলছেন কে এবং কবে এই মহার্ঘ্য ভাতা তারা পাবেন। তৈরী হয়েছে ধোঁয়াশা। তবে এই নিয়ে এবার সকল উত্তর দিলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িসের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়।
কবে থেকে DA পাবেন সরকারি কর্মীরা?
মলয় মুখোপাধ্যায়ের মতে, এই মামলার রায় অনুযায়ী ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত বকেয়া ডিএ পাওয়ার অধিকারী কর্মীরা। ২০০৯ সালের ১লা জুলাই থেকে ২০১৯ সালের ৩১শে ডিসেম্বর, এই সময়কালে যে সকল কর্মী কর্মরত ছিলেন, তাঁরা সম্পূর্ণ বকেয়া ডিএ পাবেন। এমনকি যাঁরা এই সময়ের মধ্যে অবসর গ্রহণ করেছেন, তাঁরাও অবসরকালীন মূল বেতনের (বেসিক) উপর ভিত্তি করে ডিএ পাবেন। সবথেকে বড় কথা, পেনশন প্রাপকের মৃত্যু হলে তাঁদের আইনগত উত্তরাধিকারীরা নির্দিষ্ট আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই বকেয়া ডিএ দাবি করতে পারবেন।
ডিএ মামলার রায়ে খুশি সরকারি কর্মীরা
গত ১৬ মে বিচারপতি সঞ্জয় কারোল এবং সন্দীপ মেহতা একটি অন্তর্বর্তীকালীন আদেশ জারি করে পশ্চিমবঙ্গকে তিন মাসের মধ্যে অর্থ প্রদানের নির্দেশ দেন এবং মামলাটির শুনানির জন্য আগস্টে পরবর্তী তারিখ নির্ধারণ করেন। পশ্চিমবঙ্গ সরকার কর্মীদের ১৮% ডিএ প্রদান করে যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৫৫% এর বেশি ডিএ পান।
আরও পড়ুনঃ টান পড়বে হেঁসেলে! বাংলাদেশ থেকে কোন কোন পণ্য আমদানি করে ভারত জানা আছে?
সিনিয়র অ্যাডভোকেট এবং সিপিআই(এম) নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, রাজ্য সরকারের যুক্তি যে ডিএ রাজস্বের উপর চাপ সৃষ্টি করবে, তার কোনও আইনি ভিত্তি নেই। সংগ্রামী যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষ জানান, ‘সুপ্রিম কোর্টের আদেশ আমাদের দাবিকে স্বীকৃতি দিয়েছে যে ডিএ আইনত প্রয়োগযোগ্য অধিকার। আমরা প্রায় ৯১৮ দিন ধরে প্রতিবাদ করে আসছি। প্রায় ১২ লক্ষ কর্মচারী এবং পেনশনভোগী উপকৃত হবেন। রাজ্য সরকারি কর্মচারী সমিতি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে যে তারা যেন আদেশটি পর্যালোচনা না করে করদাতাদের অর্থ ব্যয় না করে।’
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |