Indiahood-nabobarsho

মঙ্গলে সুপ্রিম কোর্টে নাও হতে পারে DA মামলার শুনানি! প্রকাশ্যে বড় আপডেট

Published on:

da case supreme court

শ্বেতা মিত্র, কলকাতাঃ ফের একবার শিরোনামে উঠে এল বাংলার ডিএ (Dearness Allowance) বিতর্ক। নতুন বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাকিয়ে রয়েছেন বাংলার লক্ষ লক্ষ সরকারি কর্মচারী। আগামী ৭ জানুয়ারি দেশের শীর্ষ আদালতে DA মামলার শুনানি রয়েছে। ফলে স্বাভাবিকভাবেই আদালত কার পক্ষে রায় দেয় সেটা জানার জন্য উদগ্রীব সকলেই। ইতিমধ্যে এই বিষয়ে সুপ্রিম কোর্টের তরফে কজলিস্ট প্রকাশিত হয়েছে। আর সেটা নিয়েই এবার বড়সড় মন্তব্য করে শোরগোল ফেলে দিলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। আপনিও কি জানতে ইচ্ছুক যে তিনি কী বলেছেন? তাহলে জানতে চোখ রাখুন আজকের এই আর্টিকেলটির ওপর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বিস্ফোরক মলয় মুখোপাধ্যায়

এমনিতে যত সময় এগোচ্ছে ততই বাংলার সরকারি কর্মীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মীদের DA ফারাক চোখে পড়ার মতো। একদিকে যখন কেন্দ্রীয় সরকারি কর্মীরা সপ্তম বেতন পে কমিশনের আওতায় ৫৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন, সেখানে অপরদিকে বাংলার কর্মীরা পঞ্চম বেতন পে কমিশনের আওতায় মাত্র ১৪ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। আর এই বিষয়টাই স্বাভাবিকভাবে হজম করতে পারছেন না সরকারি কর্মীরা। যাইহোক, আগামী দুদিনের মধ্যে সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলার শুনানি রয়েছে। এদিকে শুনানি প্রসঙ্গে বড় মন্তব্য করেছেন মলয় মুখোপাধ্যায়।

তিনি ফেসবুক বার্তায় লিখেছেন, ‘সুপ্রিম কোর্টের কজলিস্ট অনুযায়ী মঙ্গলবার চার নম্বর আদালতকক্ষে ডিএ মামলাটি প্রথমার্ধের একেবারে শেষস্থানে আছে। অর্থাৎ সকাল ১০ টা ৩০ মিনিট থেকে দুপুর একটার মধ্যে সেই মামলা ওঠার কথা। সম্পূর্ণ কজলিস্ট যা বলছে, তাতে ৪৬ নম্বর থেকে মামলার শুনানির সময় শুরু হবে দুপুর দুটোয়। (সারণী লক্ষ্য করুন)
এখন প্রশ্ন মামলাটি শোনা হবে কি নয়, দেখুন তা সম্পূর্ণভাবে নির্ভর করছে মাননীয় জাজদ্বয়ের উপর।’

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

সুপ্রিম কোর্টে DA মামলার শুনানি

জানা গিয়েছে, মঙ্গলবার বিচারপতি হৃষিকেশ রায় এবং বিচারপতি এসভিএন ভাট্টির বেঞ্চে ডিএ মামলা উঠবে। আর এই মামলাটি ৪৫ নম্বরে আছে। এই বিষয়ে শুক্রবার শীর্ষ আদালতের তরফে কজলিস্ট প্রকাশ করা হয়। সেটা অনুযায়ী, চার নম্বর আদালতকক্ষে একেবারে শেষে রয়েছে DA মামলা। সকাল ১০ টা ৩০ মিনিট থেকে আদালতের কার্যক্রম শুরু হবে। তারপর ধাপে-ধাপে ডিএ মামলা ওঠার কথা আছে। স্বভাবতই ঠিক কোন সময় থেকে ডিএ মামলার শুনানি শুরু হতে পারে, তা এখনই হলফ করে বলা সম্ভব নয়।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group