DA বাদ দিয়ে এবার নয়া দাবি! ফের আন্দোলনকারীদের নিশানায় রাজ্য সরকার

Published on:

Malay Mukhopadhyay Raised Another Claim

প্রীতি পোদ্দার, কলকাতা: DA সংক্রান্ত লড়াই যেন থামছেই না রাজ্য রাজনীতিতে। আন্দোলনের শিকড় আকঁড়ে এখনও দাবি চালিয়ে যাচ্ছেন আন্দোলনরত সরকারি কর্মীরা। গত মাসে রাজ্য বাজেটে ৪ শতাংশ DA বাড়ানোর প্রস্তাব দেওয়া হয় রাজ্য সরকারের তরফে। জানা গিয়েছে চলতি বছরের ১ এপ্রিল থেকে নতুন হারে DA কার্যকর হবে। এর আগে এতদিন ১৪ শতাংশ DA পেতেন রাজ্য সরকারি কর্মীরা। এবার তা বেড়ে হচ্ছে ১৮ শতাংশ।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

DA সংক্রান্ত লড়াইয়ের মাঝেই উঠে এল আরেক দাবি

২০১৫ সালের নভেম্বর মাসে রাজ্যের ষষ্ঠ পে কমিশনের ঘোষণা হয়েছিল। তারপর প্রায় এক দশক অতিবাহিত হতে চলেছে। সেই জায়গা থেকে এখনও পর্যন্ত সপ্তম পে কমিশন নিয়ে কোনও খবর নেই। যদিও রাজ্য সরকারি কর্মীদের একাংশের দাবি ছিল, কেন্দ্রীয় হারে DA দিতে হবে। কারণ বর্তমানে সপ্তম বেতন কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকার তাঁদের অন্তর্গত কর্মীদের ৫৩ শতাংশ হারে DA দেওয়া হয়। অর্থাৎ এইমুহুর্তে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে ৩৫ শতাংশ DA ফারাক রয়েছে। যা নিয়ে তীব্র অসন্তোষ আছে রাজ্য সরকারের কর্মীদের অনেকের মধ্যে। এদিকে এই আবহে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এর সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় তুলে ধরলেন আরেক দাবি (Malay Mukhopadhyay Raised Another Claim) ।

বিস্ফোরক দাবি তুললেন মলয় মুখোপাধ্যায়

গতকাল অর্থাৎ রবিবার, সোশ্যাল মিডিয়ায় এক বিস্ফোরক পোস্ট করে রাজ্য সরকারের কাছে এক অন্য দাবি তোলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এর সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। তিনি সেই পোস্টে জানান, “ বর্তমানে সব জায়গায় রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক, প্যানকার্ডে আধার লিঙ্ক, ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার লিঙ্ক, এমন কী এখন তো ফোনের সিম কার্ডেও আধার লিঙ্ক করা থাকে। ব্যতিক্রম শুধু ভোটার কার্ডে। আর তার মূল কারণ হল শাসক রাজনৈতিক দলগুলি যাতে ভোটের সময় জাল, প্রক্সি থেকে ভোট লুঠ করে ক্ষমতা দখল করতে পারে।” সেই পোস্টে তাই তিনি দাবি করেছেন যে কেন তাহলে রাজ্য সরকার সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলি জোরালো দাবি তোলেনা যে, আধারের সঙ্গে ও ভোটার কার্ড লিঙ্ক করে বায়োমেট্রিক পদ্ধতিতে ভোট গ্রহন করতে হবে?

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ আচমকাই দল ছাড়লেন গুরুত্বপূর্ণ সদস্য, সেমির আগে ঝটকা টিম ইন্ডিয়ায়

সোশ্যাল মিডিয়ায় মলয় মুখোপাধ্যায়ের এই পোস্ট ভাইরাল হতেই নানা বিতর্ক মূলক আলোচনা শুরু হয়ে যায়। তবে তাঁর এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে পাল্টা কোনো জবাব বা প্রতিক্রিয়া এখনও পর্যন্ত দেয়নি শাসকদল থেকে শুরু করে বাকি রাজনৈতিক দলগুলি। এদিকে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফে অষ্টম পে কমিশন ঘোষণা হয়ে গিয়েছে। তবে কবে থেকে এই কমিশন কার্যকর হবে এই নিয়ে নির্দিষ্ট কোনো দিন এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি। আশা করা যাচ্ছে নতুন কমিশন চালু হলেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন একধাক্কায় ১০-৩০ শতাংশ হারে বাড়তে পারে।

রাজ্য রাজনীতি, বিনোদন এবং খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group