Indiahood-nabobarsho

উঠতে পারবেন পুরুষরাও, আজ থেকেই বদলে গেল শিয়ালদা মাতৃভূমি লোকালের নিয়ম

Published on:

Ladies Special Trains

প্রীতি পোদ্দার, কলকাতা: মহিলাদের সুবিধার্থে রেল বিশেষ ‘লেডিস স্পেশাল’ ট্রেন (Ladies Special Trains) বা মাতৃভূমি লোকাল চালু করেছিল। হাওড়া ডিভিশনে সেই ট্রেনে দুটি কামরা বরাদ্দ থাকত সাধারণ সকল যাত্রীদের জন্য। অন্যদিকে শিয়ালদহের বিভিন্ন শাখায় মোট ছ’জোড়া ‘লেডিজ স্পেশাল’ ট্রেন চলে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অফিস টাইম ছাড়া অন‌্য সময়ের এই মহিলাদের বরাদ্দ ট্রেনে জায়গা অনেক ফাঁকা থাকে, কিন্তু তা সত্ত্বেও পুরুষদের উঠতে দেওয়া হয় না। তাই নিয়ে বিক্ষোভ করে যাত্রীরা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

মাতৃভূমি লোকালে বড় পরিবর্তন রেলের!

এদিকে বেশ কয়েকদিন আগে জেনারেল কামরাকে মহিলা কামরা করার সিদ্ধান্ত নিয়েছিল রেল। যার প্রতিবাদে গত কয়েকদিন ধরে শিয়ালদহ দক্ষিণ শাখার বিভিন্ন স্টেশনে বিক্ষোভ দেখাচ্ছিলেন নিত্যযাত্রীরা। এমনকি এর বিরোধিতা করতে দফায় দফায় রেল অবরোধও হয়েছে বিভিন্ন স্টেশনে। তাই এবার মাতৃভূমি লোকাল বা লেডিড স্পেশ্যাল নিয়ে এক বড় পদক্ষেপ নেওয়া হল রেলের তরফ থেকে। জানা গিয়েছে আজ থেকে শিয়ালদহ ডিভিশনের মাতৃভূমি লোকাল’ বা ‘লেডিজ স্পেশাল’ ট্রেনে উঠতে পারবেন পুরুষরাও। ওই ট্রেনের নির্ধারিত মাঝের তিনটি কামরাতে উঠতে পারবেন পুরুষ যাত্রীরা। এর জন্য তাঁদের কোনও জরিমানা দিতে হবে না।

পুরুষ যাত্রীদের জন্য বড় সুবিধা

শিয়ালদহ ডিভিশনের রেলের তরফে জানানো হয়েছে যে, আজ অর্থাৎ সোমবার থেকে মাতৃভূমি লোকাল বা লেডিজ স্পেশ্যাল এই ট্রেনে উঠতে পারবেন পুরুষ যাত্রীরাও। যার জন্য রেলের তরফে তিনটি বগি নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। ৪, ৫ ও ৬ নম্বর বগিতে উঠতে পারবেন পুরুষ যাত্রীরা। কিন্তু এই তিন বগি ছাড়া মাতৃভূমি লোকালের অন্য বগিতে উঠলে পুরুষ যাত্রীদের কড়া শাস্তির মুখে পড়তে হবে। বর্তমানে শিয়ালদহ বিভাগের অধীনে শিয়ালদহ উত্তর, মেইন ও দক্ষিণ শাখায় মোট ছ জোড়া মাতৃভূমি ইএমইউ লোকাল ট্রেন চালানো হয়। এর মধ্যে দু জোড়া কৃষ্ণনগর ও রাণাঘাট লাইনে, দু জোড়া শিয়ালদহ বনগাঁ ও বারাসত লাইনে এবং বাকি দুই জোড়া ক্যানিং ও বারুইপুর অভিমুখে চলাচল করে। অফিস টাইমের ব্যস্ততায় এই সিদ্ধান্তে ব্যাপক খুশি পুরুষ যাত্রীরা।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

প্রসঙ্গত মাতৃভূমি লোকাল ট্রেনগুলির যাত্রী সমীক্ষার তথ্য বিশ্লেষণ করে দেখা গিয়েছে, সর্বাধিক আসন ধারণ ক্ষমতার প্রায় ৭৫% ব্যবহার হচ্ছে ট্রেনগুলিতে। অর্থাৎ প্রায় ২৫% আসন ফাঁকা থেকে যাচ্ছে। অন্যদিকে ৩টি কোচের যাত্রী থাকছে না। তাই এই অতিরিক্ত আসন ব্যবহার করে দৈনিক অফিসগামী যাত্রীদের যাত্রা আরও স্বচ্ছন্দ করতেই শিয়ালদহ বিভাগ এই সিদ্ধান্ত নিয়েছে। গতকালই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল রেলের তরফ থেকে। আশা করা যাচ্ছে মহিলা স্পেশাল ট্রেনে পুরুষ কামরা যোগ করার জন্য অনেক সমস্যাই এবার কিছুটা কাটবে।

আরও পড়ুনঃ আজই যোগ্য, অযোগ্যদের তালিকা প্রকাশ করবে SSC? সোমে মিছিল চাকরিহারাদের

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group