Indiahood-nabobarsho

সরকারি কাজে চাই স্বছতা, BDO-দের সপ্তাহে একদিন মানুষের বাড়িতে যাওয়ার নির্দেশ মমতার

Published on:

mamata banerjee

প্রীতি পোদ্দার, মালদা: নতুন বছরের শুরুতেই রাজ্যের বিভিন্ন জেলায় ঠিকঠাকভাবে সরকারি প্রকল্পের কাজ চলছে কিনা তা দেখা শোনার জন্য ফের জেলা সফর শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর জেলা সফরের শুরুতেই গতকাল অর্থাৎ সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন মুর্শিদাবাদে। লালবাগের হাজারদুয়ারির নবাব বাহাদুর ইনস্টিটিউশনের মাঠে আয়োজিত এক সভায় একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের পাশাপাশি বেশ কয়েকটি জনকল্যাণমূলক প্রকল্পে সাধারণ মানুষের হাতে পরিষেবাও তুলে দেন। এরপরেই পরবর্তী গন্তব্যে রওনা দেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বিডিওদের কড়া বার্তা মমতার!

জানা গিয়েছে, গতকাল অর্থাৎ সোমবার বিকেলেই মুর্শিদাবাদ সফর শেষে মালদহে পৌঁছন রাজ্যের প্রশাসনিক প্রধান তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সঙ্গে ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থও। সন্ধেই পৌঁছে গিয়েছিলেন তিনি। সেখানে নিহত তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারের বাড়ি। দেখা করেন তাঁর স্ত্রী চৈতালির সঙ্গে। অপরাধীদের কাউকে রেয়াত না করার আশ্বাস দেন। এরপর আজ অর্থাৎ মঙ্গলবার ভোরেই মালদহ মেডিক্যাল কলেজ -সহ জেলার একাধিক সরকারি জায়গা পরিদর্শন করেছেন মুখ্যসচিব মনোজ পন্থ। সেখানেই এক প্রশাসনিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। একাধিক সরকারী প্রকল্প নিয়ে বার্তালাপের মাঝেই তিনি এবার সরকারি কাজে স্বচ্ছতা আনতে বড় উদ্যোগ নিলেন।

সরকারী প্রকল্পে স্বচ্ছতা আনতে নির্দেশ

সূত্রের খবর এদিন মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দেন “রাজ্যের জনগণের স্বার্থে সরকার যে সকল প্রকল্পের আয়োজন করেছে, সকল গ্রাহক বা উপভোক্তা ঠিকভাবে সেই প্রকল্পের সুবিধা পাচ্ছে কিনা তা অবশ্যই পর্যবেক্ষণ করতে হবে।” এছাড়াও তিনি আরও বলেন যে, “বিডিওদের বলছি, মুখ্যসচিব মনোজ পন্থকে দেখে শিখুন, কীভাবে মানুষের কাছে পৌঁছতে হয়। তবে শুধু বিডিওদের বলছি তা নয়। সরকারি আধিকারিক থেকে জন প্রতিনিধি সকলের জন্য আমার একই নির্দেশ বহাল থাকবে। মানুষের পরিষেবা নিশ্চিত করতে সপ্তাহে একবার গ্রামে সকলকে যেতে হবে মানুষের কাছে।”

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ সরকারি প্রকল্পের নজরদারিতে ফের বড় পদক্ষেপ নবান্নর, চালু হল নয়া পোর্টাল

এদিন জেলা প্রশাসনের উদ্দেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “সরকারি কাজে কোনও গাফিলতি বরদাস্ত করব না। মানুষের পরিষেবায় যেন কোনও সমস্যা না হয়। এবং মানুষের সমস্যা সমাধানের জন্য তাঁদের সমস্যা ভালো করে শুনুন এবং অবশ্যই ভালো করে ব্যবহার করুন। মানুষ যেন সরকারি পরিষেবার সুযোগ পান, এটা দেখতে হবে। ” পাশপাশি প্রশাসনিক মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এও জানান যে কীভাবে কেন্দ্রীয় সরকারের সাহায্য ছাড়াই রাজ্যের প্রশাসনিক অর্থ ভাণ্ডার থেকে সাধারণ মানুষের প্রকল্প ভাতা দেওয়া হয়ে থাকে যা তাঁদের জীবনে এক গুরুত্বপূর্ণ এবং শুভ সূচনা নিয়ে আসে।

আরও পড়ুনঃ জানুয়ারির পরেই হু হু করে বাদ পড়বে নাম! লক্ষ্মীর ভান্ডার নিয়ে নয়া আপডেট

জানা গিয়েছে, এদিন মালদহর প্রশাসনিক মঞ্চ থেকে একাধিক সরকারি প্রকল্পের পরিষেবা গ্রাহকদের হাতে তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এরপর প্রশাসনিক মিটিং শেষে এখান থেকেই কোচবিহারের উদ্দেশে রওনা দেবেন রাজ্যের প্রশাসনিক প্রধান তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group