ঘুচবে বেকারত্ব, মিলবে ১০০০০ কর্মসংস্থান! নিউটাউনে শিলান্যাস অনুষ্ঠান থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

Published:

Mamata Banerjee Lay foundation Stone for New Hospital in New Town and Announce 10000 jobs
Follow

পার্থ সারথি মান্না, কলকাতাঃ রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির জন্য পশ্চিমবঙ্গ সরকার বদ্ধপরিকর। একথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে বহুবার শোনা গিয়েছে। একইসাথে নতুন শিল্প ও বাণিজ্য আনার মাধ্যমে বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের ঘোষণাও করেছিলেন। এবার কলকাতার নিউটাউনে ১১০০ বেডের একটি সুপার স্পেশালিটি  হাসপাতালের শিলান্যাসের অনুষ্ঠানে আবারও সেই কথাই তুলে ধরলেন মুখ্যমন্ত্রী।

নিউটাউনে সুপার স্পেশালিটি হাসপাতালের শিলান্যাস মুখ্যমন্ত্রীর

কিছুদিন আগেই বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের সময় নারায়ণা গ্রূপের তরফ থেকে এই বিশাল ১১০০ শয্যার সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরির কথা জানা গিয়েছিল। মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন শিলান্যাস অনুষ্ঠানে তিনি থাকবেন, হলও তাই। দুই সপ্তাহের মধ্যেই আজ অর্থ্যাৎ ২০ই ফেব্রুয়ারি নিউটাউনের কনভেনশন সেন্টারের বিপরীতে হয়ে গেল হাসপাতালের শিলান্যাস।

তৈরি হবে ১০,০০০ কর্মসংস্থান

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানান, হাসপাতাল তৈরির জন্য মোট ১৫০০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। দুইভাগে হাসপাতাল তৈরি হবে। প্রথম ধাপে ৫০০ শয্যার ব্যবস্থা করা হবে। পরবর্তীতে আরও ৬০০টি  শয্যা যুক্ত করা হবে। এই হাসপাতালে একদিকে যেমন ক্যান্সারের মত চিকিৎসা চলবে তেমনি কার্ডিয়াক থেকে শুরু করে অর্গান ট্রান্সপ্লান্টের ব্যবস্থাও থাকবে। এখানেই শেষ নয়, হাসপাতাল তৈরি হওয়ায় প্রায় ১০,০০০ নতুন কর্মসংস্থান হবে বলেও জানান তিনি। ফলে রাজ্যের যুবক যুবতীদের বেকারত্বের সমস্যা অনেকটাই দূর হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুনঃ বাড়ি তৈরির অনুমোদন ফি অর্ধেক, শহরেও আবাস প্রকল্প! কলকাতা পুরসভার বাজেটে চমক

স্বাস্থ্যসাথী কার্ডে মিলবে চিকিৎসা

নতুন এই হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে রাজ্যের ৯ কোটি মানুষ চিকিৎসার সুযোগ পাবেন বলেও জানানো হয়। তারপর স্বাস্থ্যক্ষেত্রে রাজ্য  সরকারের কাজের খতিয়ান তুলে ধরে মমতা জানান, রাজ্যে মোট ১৪টি নতুন মেডিকেল কলেজ ও ৪২টি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরী হয়েছে। আগে জেলার হাসপাতালে ক্রিটিকাল কেয়ার ইউনিট থাকত না, এসএনসিইউ ছিল মাত্র ৬টি। সেখানে এখন রাজ্যে ৭১টি ইউনিট রয়েছে। মোট ১৩,৩৯২ টি স্বাস্থ্যকেন্দ্র ও ১১৭ টি ন্যায্য মূল্যের ঔষুধের  দোকান চালু করা হয়েছে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join