২৫ হাজার কোটির বিনিয়োগ, হবে ৭০,০০০ কর্মসংস্থান! বিরাট উদ্যোগ রাজ্য সরকারের

Updated on:

West Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) তৃতীয় মেয়াদের সবথেকে বড় অঙ্গীকার ছিল রাজ্যের শিল্পায়ন এবং কর্মসংস্থান তৈরি। আর তা এবার বাস্তবে রূপ নিতে চলেছে। বুধবার রাজ্যের মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী বড়সড় ঘোষণা করে বসেন। তিনি জানান, প্রায় 25 হাজার কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব চূড়ান্ত হয়েছে। এমনকি তার জন্য 2,515 একর জমি বরাদ্দ করা হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তের 10 টি শিল্প প্লটে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

শিল্পায়নের পথ এবার আরও মসৃণ | Industrialization in Bengal

রাজ্য সরকারের তরফ থেকে জানানোহয়েছে জমিগুলি মূলত পুরুলিয়া, দুর্গাপুর এবং পানাগর সহ 10 টি গুরুত্বপূর্ণ এলাকায় চিহ্নিত করা হয়েছে। এমনকি এই জমিগুলি রাজ্যের শিল্প উন্নয়ন নিগমের আওতায় থাকা জমি থেকে বরাদ্দ করা হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আমাদের লক্ষ্য দ্রুত শিল্পায়ন এবং নতুন কর্মসংস্থান তৈরি করা। আজ মন্ত্রিসভায় এই বিষয়েই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এমনকি এই প্রকল্পগুলির বেশিরভাগই ইস্পাত শিল্পকে ঘিরে। সরকার দাবি করছে, 70 হাজার কর্মসংস্থান হবে। এর পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পক্ষেত্র বিরাট জোর দেওয়া হচ্ছে। এমনকি রাজ্যের 15 টি শিল্পতালুকে জমি বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। 

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

জেলায় জেলায় গড়ে উঠবে শপিং মল

শুধু শিল্পতেই থেমে থাকেনি রাজ্য সরকার। এবার বিনোদন ও খুচরা বাণিজ্যের ক্ষেত্রেও বিরাট সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বহুদিন ধরেই মুখ্যমন্ত্রী রাজ্যের বিভিন্ন জেলায় সিনেমা হল নির্মাণের কথা বলে আসছিলেন। আর সেই উদ্যোগে এবার রাজ্য সরকার 11 টি জেলায় শপিং মল তৈরি করার ঘোষণা করেন। জানা যাচ্ছে, পুরুলিয়া, দার্জিলিং, হাওড়া, মুর্শিদাবাদ, বাঁকুড়ার মত জেলাগুলি এই তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।

এমনকি এই শপিং মল গুলি PPP মডেলে তৈরি করা হবে। আর প্রতিটি মলেই সিনেমা হল ছাড়া স্বনির্ভর গোষ্ঠীর জন্য থাকবে বিশেষ দোকান। আর সরকার আশা করছে যে, এর মাধ্যমে গ্রামীণ এবং আধা শহর অঞ্চলে মহিলাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। 

আরও পড়ুনঃ এবার শিয়ালদা-বনগাঁ লাইনেও ছুটবে AC লোকাল! প্রকাশ্যে স্টপেজ লিস্ট, কত হবে ভাড়া

উত্তরবঙ্গ সফরে যাচ্ছে মুখ্যমন্ত্রী

এদিন কলকাতাকে ঘিরে বিভিন্ন উন্নয়নমূলক সিদ্ধান্ত নেওয়া হলেও উত্তরবঙ্গেকেও জোর দিতে চলেছে রাজ্য সরকার। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী আগামী সপ্তাহে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন। এমনকি শিলিগুড়ির বণিক মহলের সঙ্গে এবার সরাসরি বৈঠক করবেন তিনি। আর সেখানে শিল্প বিনিয়োগের সমস্যা, জমি সংক্রান্ত জট নিয়ে আলোচনা করা হবে। এক কথায় সবমিলিয়ে রাজ্যে নতুন দিশা খুলতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়। এখন দেখার বাংলার শিল্পায়ন ঠিক কতদূর এগোয়।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group