আশা কর্মীরাও পাবে সরকারি স্মার্টফোন, মুর্শিদাবাদের মঞ্চ থেকে একগুচ্ছ ঘোষণা মমতার

Published on:

mamta banerjee announce free smartphone for icds and aanganwadi workers

পার্থ সারথী মান্না, কলকাতাঃ নতুন বছরের প্রথম মাসেই অঙ্গনওয়াড়ি কর্মী বা আইসিডিএস কর্মীদের জন্য সুখবর দিল পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। আজ মুর্শিবাদদের লালবাগের হাজারদুয়ারি নবাব বাহাদুর ইনস্টিটিউশনের মাঠে প্রশাসনিক সভার আয়োজন করা হয়েছিল। সেখানেই আশা কর্মীদের ফোন দেওয়ার বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কবে হাতে পাবেন ফোন? জানতে আজকের প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।

ICDS ও অঙ্গনওয়ারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

WhatsApp Community Join Now

আজ মুর্শিদাবাদে সভা মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী জানান, ‘আশা ও অঙ্গনওয়ারি কর্মীদের কাজের জন্য মোবাইল ফোন দেয়াও হবে রাজ্য সরকারের তরফ থেকে। ইতিমধ্যেই এর জন্য টেন্ডার ডাকা হয়ে গিয়েছে। শীঘ্রই মোবাইল হাতে তুলে দেওয়া হবে। এদিন মমতা বলেন, ‘করোনাকালে যখন কেউ বয়ে বের হত না তখন ওনারা বেরিয়ে বাড়ি বাড়ি পরিষেবা দিয়েছেন। এখনও পরিষেবা দিয়ে যাচ্ছেন, মানুষের জন্য। তাই এদের জন্যও আমরা অনেক কিছু করার কথা ভেবেছি। আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের ভাতা বাড়ানো হয়েছে এবার তাদের হাতে ফোন দেওয়া হবে’।

মুর্শিদাবাদে হাসপাতাল তৈররি আশ্বাস

আশা কর্মীদের জন্য মোবাইল দেওয়ার ঘোষণার পাশাপাশি বাংলার বাড়ি প্রসঙ্গেও বেশ কিছু কথা বলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, একটি  সার্ভে করে দেখা গিয়েছে ২৮ লক্ষ মানুষ বাংলার বাড়ি পেতে পারেন। এর মধ্যে ১২ লক্ষ মানুষ আর্থিক টাকা পেয়ে গেছেন। বাকি ১৬ লক্ষ মানুষও টাকা পেয়ে যাবেন। এদিনের মঞ্চ থেকে দুয়ারে সরকারের ক্যাম্পেরও ঘোষণা করা হয়।

এরপরেই মুর্শিদাবাদের বিড়ি শ্রমিকদের উদ্দেশ্যে আসে বড় ঘোষণা। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, মুর্শিদাবাদে অনেক মানুষ বিড়ি শ্রমিক হিসাবে কাজ করেন। তাদের জন্য হাসপাতাল তৈরী করা হবে। ইতিমধ্যেই জায়গা দেখা হচ্ছে। আশা করা হচ্ছে আগামী ২ বছরের মধ্যেই হাসপাতাল তৈরী হয়ে যাবে।

আরও পড়ুনঃ এবার জলের দরে চালু রাখুন SIM, খরচ কত? গ্রাহকদের স্বস্তি দিয়ে বিরাট ঘোষণা TRAI-র

এখানেই শেষ নয়, মঞ্চ থেকে ওবিসি সার্টিফিকেট নিয়েও মন্তব্য করেন তিনি। মুখ্যমন্ত্রীর মতে, ‘কোর্টের নির্দেশে যাদের OBC সার্টিফিকেট বাতিল হয়েছে চিন্তা করবেন না। আমরাও বড় আইজীবীদের দিয়েছি। রাজনীতি করে ২৬ হাজার শিক্ষকদের বাতিল করা হয়েছে। আর ওয়াকফ প্রপার্টি দখল করতে হবে, OBC রিজার্ভেশন কেড়ে নিতে হবে, NRC করতে হবে এগুলো বিজেপির কথা। আমি থাকতে ওসব করতে দেব না’।

সঙ্গে থাকুন ➥
X