পার্থ সারথি মান্না, কলকাতাঃ সম্প্রতি বক্স অফিসে দুর্দান্ত পারফর্ম করছে সদ্য রিলিজ হওয়া ছবিগুলি। প্রায় প্রতিটা শো হাউসফুল, সাথে রয়েছে দর্শকদের পজিটিভ রিভিউ। কিন্তু এতকিছুর মাঝেও বারেবারে অভিযোগ ওঠে বাংলায় বড় বাজেটের ছবি না তৈরী হওয়া নিয়ে। তাছাড়া পশ্চিমবঙ্গে সিনেমা হলের সংখ্যাটাও তুলনামূলকভাবে অনেকটাই কম বলেও অভিযোগ মিলেছে। বিশেষ করে একসাথে একাধিক ছবি রিলিজ হলে হল পাওয়া নিয়ে সমস্যা তৈরী হয়। তাই এবার সমাধানে এগিয়ে এলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
টলিউডের উদ্দেশ্যে বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের
আজ অর্থাৎ বৃহস্পতিবার নবান্নে একটি সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি জানান, বাংলার প্রতিটা জেলাতে শপিং মল ও সিনেমা হল তৈরী করা হবে। কলকাতায় যেমন অত্যাধুনিক শপিং মল, বিগ বাজার রয়েছে তেমনই প্রতিটা জেলার সদর দফতর এলাকায় একটি করে মল তৈরী হবে, সেখানেই থাকবে সিনেমা হল। এখানেই শেষ নয়, শপিং মল তৈরির জন্য সরকারের তরফ থেকে বিনামূল্যে জমি দেওয়ার ঘোষণাও করেন মমতা।
শপিং মল তৈরির জন্য বিনামূল্যে জমি দেবে সরকার
হ্যাঁ ঠিকই দেখেছেন, শপিং মল তৈরির জন্য সরকারের তরফ থেকেই জমি দেওয়া হবে। তবে তার কিছু শর্ত রয়েছে। টেন্ডারের মাধ্যমে জমি দেওয়া হবে। এক একর করে জমি দেওয়া হবে। তবে তার কোথায় কি থাকবে সেটাও আগে থেকেই জানিয়ে দেওয়া হল। প্রথম দুই তলাতে স্থানীয় স্বনির্ভর গোষ্ঠী, শিল্পীদের জায়গা দিতে হবে। এর ফলে মেলা ছাড়াও সারা বছর নিজেদের তৈরী জিনিস বিক্রি করার সুযোগ পাবেন তাঁরা।
বাকি ফ্লোরে রেস্তোরা, ক্যাফে, সিনেমা হল বানানো যেতে পারে। তাছাড়া জামাকাপড়ের দোকান থেকে শুরু করে ব্র্যান্ডেড শো-রুম ও থাকবে শপিং মলের জন্য। আর প্রতিটা জেলার নিজস্ব শপিং মলে সিনেমা হল থাকলে লোকে সিনেমা যেমন দেখতে পারবেন তেমনি টলিউড ইন্ডাস্ট্রিও অনেকটা উপকৃত হবে।
প্রসঙ্গত, এদিন বাঁকুড়া থেকে ফেরার সময় এক শিশু ‘আমাদের এখানে শপিং মল হবে না?’ জিজ্ঞাসা করেছিলেন মুখ্য়মন্তীকে। সেই থেকেই এই ভাবনার সূত্রপাত বলে জানান মমতা বান্ধোপাধ্যায়। ইতিমধ্যেই জমি বাছাই পক্রিয়া শেষ হয়েছে বলেও জানা যাচ্ছে। এবার আইনি প্রক্রিয়া মেনে আগামী দিনের কাজ করা হবে বলে খবর পাওয়া যাচ্ছে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |