ICDS, আশা কর্মীদের অ্যাকাউন্টে ঢুকবে স্মার্টফোনের ১০ হাজার টাকা! ঘোষণা মুখ্যমন্ত্রীর

Published:

Mamata Banerjee Announced 10,000 rupees For ICDS and ASHA workers
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: উৎসবের মরসুমে রাজ্যের ICDS এবং আশা কর্মীদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার শেক্সপিয়ার সরণির ইয়ুথ ফ্রেন্ডস ক্লাবে কালীপুজোর উদ্বোধন করতে গিয়ে রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশা কর্মীদের পরিশ্রমের কথা তুলে ধরেন তিনি। সেই সাথে, প্রত্যেক আশা কর্মী এবং ICDS কর্মীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্মার্টফোন বা ট্যাবলেট কেনার জন্য 10,000 টাকা দেওয়ার কথাও ঘোষণা করেন মমতা।

শীঘ্রই ICDS এবং আশা কর্মীদের অ্যাকাউন্টে ঢুকবে 10,000 টাকা

শুক্রবার বিকেলে ইউথ ফ্রেন্ডস ক্লাবের কালীপুজো উদ্বোধন করতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেন, ‘ICDS এবং আশার মেয়েরা প্রচুর পরিশ্রম করে। প্রত্যেক বাড়িতে গিয়ে কোভিড থেকে শুরু করে যেকোনও বিপদে-আপদে অনেক কাজ করে। তাই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমি 10,000 টাকা করে দিয়ে দিচ্ছি। এই টাকা দিয়ে তারা একটি করে স্মার্টফোন কিনে নেবেন।’

মুখ্যমন্ত্রীর এমন ঘোষনার পরই আনন্দে আত্মহারা রাজ্যের বহু ICDS কর্মী থেকে শুরু করে আশা কর্মীরা। বলাই বাহুল্য, মুখ্যমন্ত্রীর আনুষ্ঠানিক ঘোষনার পর রাজ্যের অন্তত 1 লক্ষ 5 হাজার অঙ্গনওয়াড়ি কর্মী এবং 72 হাজার আশা কর্মী সরকারের তরফে পাওয়া অর্থ দিয়ে নিজেদের কাজের জন্য স্মার্টফোনের চাহিদা মেটাতে পারবেন।

অবশ্যই পড়ুন: ‘বিমান বসুকে বলুন চিঠির জবাব দিতে’, জোটের আবেদন করা সুজনকে জবাব নওশাদের

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর ঘোষনার পরই এদিন মঞ্চ থেকেই মুখ্য সচিব মনোজ পন্থ ঘোষণা করে দেন, আজ অর্থাৎ শুক্রবারই রাজ্যের সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশা কর্মীদের অ্যাকাউন্টে 10,000 টাকা করে পাঠিয়ে দেওয়া হবে। এই অর্থ দিয়ে তারা তাদের প্রয়োজনীয় স্মার্টফোন বা ট্যাবলেট কিনে নিতে পারবেন। এদিন মুখ্যমন্ত্রীর পাশাপাশি মুখ্য সচিবও সমাজের কল্যাণার্থে নিয়োজিত আশা কর্মী এবং ICDS কর্মীদের অবদানের কথা মনে করিয়ে দিয়েছিলেন।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join