প্রীতি পোদ্দার, কলকাতা: যেমন কথা তেমন কাজ, এবার রাজ্যের শিল্প ব্যবস্থা নিয়ে এক বড় সিদ্ধান্ত নিতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। চলতি বছর বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে রাজ্যে যে সকল শিল্পের ভিত্তি তৈরি হয়েছিল, এবার সেগুলি পরপর রূপায়ণের পথে সফলতা অর্জন করতে চলেছে। ইতিমধ্যেই বিভিন্ন বাণিজ্যগোষ্ঠীর তরফ থেকে সুনির্দিষ্ট বিনিয়োগ-প্রস্তাব জমা পড়া শুরু হয়ে গিয়েছে রাজ্য সরকারের কাছে। আর এই আবহেই এবার শিল্পায়নের জন্য জমির ব্যবস্থা করে ফেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
১০ প্লটে জমির পরিমাণ ২৫১৫ একর
এদিন মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানান যে, ‘রঘুনাথপুরে জঙ্গলসুন্দরী কর্মনগরী, দুর্গাপুরে মান্দাপুর, বর্ধমানের পানাগড়-সহ বিভিন্ন ইন্ড্রাস্ট্রিয়াল পার্ক, সেখানে ১০ ইন্ড্রাস্ট্রিয়াল প্লট বিভিন্ন কোম্পানি বরাদ্দ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ১০ প্লটে জমির সংখ্যা হচ্ছে ২৫১৫ একর। আর এই সব জায়গায় বিনিয়োগ হবে মোট ২৫ হাজার কোটি টাকা। প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে কর্মসংস্থান হবে ৭০ হাজারের।” এছাড়াও মুখ্যমন্ত্রী এদিন জানান যে এখনও পর্যন্ত যা যা বিনিয়োগ প্রস্তাব এসেছে, তা সবটাই ইস্পাত শিল্পের জন্য।
বেসরকারি সংস্থাকেও সাহায্য সরকারের
গতকালের মন্ত্রিসভার বৈঠকে বাদ যায়নি ক্ষুদ্র ও মাঝারি শিল্প। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য রাজ্যের ১৫টি শিল্পতালুকে ৪৩টি সংস্থাকে জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়াও রাজ্যের ২৩ জেলায় ২৩ টি বড় বাজার তৈরি হবে। যেখানে সরকার ১ একর জমি দেবে বিনা পয়সায়। মুখ্যমন্ত্রী এদিন স্পষ্ট জানিয়ে দেন যে বেসরকারি সংস্থাকেও বিল্ডিং বানানোর জন্য জমি দেওয়া হবে। সেক্ষেত্রে যেহেতু সরকার জমি দিয়েছে তাই তাদের বিল্ডিং এর দুটো ফ্লোর স্বনির্ভর গোষ্ঠীকে বিনা পয়সায় দিতে হবে।
জেলায় জেলায় শপিং মল
এছাড়াও জেলায় জেলায় শপিং মল নির্মাণ নিয়েও বড় উদ্যোগ গ্রহণ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। পিপিপি মডেল অনুযায়ী এবার প্রতিটি জেলায় শপিং মল তৈরি হবে। সেই মলে থাকবে সিনেমা হলও। গতকালের বৈঠকে মোট ১১টি জেলার ক্ষেত্রে শপিং মল তৈরিতে ছাড়পত্র দেওয়া হয়েছে। পুরুলিয়া, দার্জিলিং, হাওড়া, মুর্শিদাবাদ, বাঁকুড়ার মতো জেলাগুলিওসেই তালিকায় জায়গা নিয়েছে। এছাড়াও এই শপিং মলের অন্তত দু’টি তলা স্বনির্ভর গোষ্ঠীগুলির স্টলের জন্য বরাদ্দ রাখা হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
শুধু তাই নয় নিউটাউনের বুকে প্রায় ২৫ একর জমিতে আন্তর্জাতিক মানের পার্ক তৈরি করতে চলেছে রাজ্য সরকার। যার ইংরেজিতে নাম হবে ইন্টারন্যাশনাল ইনফরমেশন টেকনোলজি এন্টারটেনমেন্ট অ্যান্ড কালচারাল। বাংলার নাম, বিশ্ব অঙ্গন’। এখানে ওয়ার্ল্ড ট্যুর, বিভিন্ন ইনোভেশন, বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন ক্রিয়েটিভির কাজে অংশ নেওয়া সম্ভব হবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: “মিসাইল এদিক-ওদিকে গেছে, কোথায় জঙ্গি ঘাঁটি ধ্বংস হয়েছে?” কেন্দ্রের কাছে প্রমাণ চাইলেন সৌগত
উত্তরবঙ্গ সফর মুখ্যমন্ত্রীর
এদিন দিঘায় বড় বাজার তৈরির পরিকল্পনাও করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর কথায়, “দিঘায় বড় জগন্নাথ ধাম হয়েছে, ওখানেও অনেকে কেনাকাটা করছে চায়। জমি খুঁজছি, সেখানেও বড় বাজার তৈরি করে দেব।” অন্যদিকে গত ফেব্রুয়ারিতে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সিনার্জি কমিটি গড়ার ঘোষণা করেছিলেন। এবার সেই সংক্রান্ত বিষয় নিয়েই আগামী সপ্তাহে উত্তরবঙ্গের বণিকমহলের সঙ্গে বৈঠক করবেন তিনি।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |