সৌভিক মুখার্জী, কলকাতা: কাশ্মীরের পহেলগাঁওয়ের জঙ্গিহানার রক্তাক্ত দাগ এখনো অক্ষত। ঘটনায় প্রাণ হারিয়েছে বাংলা তার আপন সন্তানদের। তবে মন খারাপ করা সেই ঘটনার পর শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) স্পষ্ট জানিয়ে দিলেন, পশ্চিমবঙ্গ সরকার তাদের পরিবারের পাশে রয়েছে। আর্থিক সাহায্য থেকে শুরু করে পেনশনের ব্যবস্থা, সবকিছুই করবে রাজ্য সরকার।
কারা পাচ্ছেন এই সাহায্য?
পুরুলিয়ার বাসিন্দা মণীশ রঞ্জন মিশ্র এবং বেহালার সমীর গুহর পরিবারকে রাজ্য সরকার 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে বলে জানানো হয়েছে। এর পাশাপাশি পাটুলির বাসিন্দা বিতান অধিকারীর স্ত্রী এবং তার বাবা-মাকে দেওয়া হবে 5 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য।
বিতানের পরিবারের জন্য বাড়তি সহায়তা
বিতান অধিকারী পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন। তার অকাল মৃত্যুতে তার বাবা-মা কার্যত দিশেহারা অবস্থায় ঘূর্ণি খাচ্ছেন। বিষয়টি মাথায় রেখে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, তার বাবা-মাকে প্রতি মাসে 10 হাজার টাকা করে পেনশন দেওয়া হবে। আর একইসঙ্গে তাদের জন্য স্বাস্থ্য সাথী কার্ড করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে রাজ্য সরকার তরফ থেকে।
শুধু তাই নয়, বেহালা পূর্বের তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায় ঘোষণা করেছেন যে, তিনি বিতানের বাবা-মায়ের প্রতি মাসে 12 হাজার টাকা করে চিকিৎসা খরচ বহন করবে। ইতিমধ্যেই তিনি বিতানের পরিবারকে আশ্বাস দিয়ে এসেছেন।
শহীদ সেনাদের পরিবারের জন্য আর্থিক সাহায্য
শুধু বেসামরিক নাগরিক নয়, বরং কাশ্মীরে জঙ্গিদের সাথে গুলির লড়াইয়ে শহীদ হওয়া বাংলার সেনা ঝন্টু আলী শেখের পরিবারকেও পাশে থাকার আশ্বাস দিয়েছেন মাননীয়া মুখ্যমন্ত্রী। তার পরিবারকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানা গিয়েছে। পাশাপাশি তার স্ত্রীকে রাজ্য সরকার চাকরির সুযোগ দেবে বলে জানানো হয়েছে।
উঠছে বিতর্কিত মন্তব্য
এদিকে তৃণমূল নেতা কুণাল ঘোষ বিতানের পরিবারকে ঘিরে এক বিতর্ক মন্তব্য করে বসেছেন। তিনি দাবি করেছেন যে, ক্ষতিপূরণের পুরো টাকা বিতানের স্ত্রীকে না দিয়ে কিছু অংশ তার বাবা-মায়ের জন্যও দেওয়া উচিত। কারণ তার পরিবারের আর্থিক নিরাপত্তার প্রয়োজন রয়েছে। এদিকে মুখ্যমন্ত্রীর সামগ্রিক ঘোষণা বিতানের গোটা পরিবারের কথা মাথায় রেখে করা হয়েছে।
জানিয়ে রাখি, জঙ্গি হানায় ভেঙে পড়েছে বাংলা সহ দেশের বহু পরিবার। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করেছেন যে, এই শোকের মুহূর্ত তাদের পাশে রয়েছে রাজ্য সরকার। শুধু টাকার অঙ্ক নয়, বরং মানবিক আশ্বাস দিয়েও তিনি সবার পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |