প্রীতি পোদ্দার, কলকাতা: ২০১৬ সালের এসএসসি প্যানেল বাতিল হয়ে যাওয়ার পর রাজ্য জুড়ে বিক্ষোভ মিছিল শুরু হয়েছিল। ভেঙে পড়েছিল রাজ্যের শিক্ষা ব্যবস্থা। যার দরুন কিছুদিন আগেই সেই নিয়োগ দুর্নীতি মামলায় চাকরিহারা শিক্ষকদের জন্য সাময়িক স্বস্তি বার্তা দিয়েছিল সুপ্রিম কোর্ট। বলা হয়েছিল আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত যোগ্য অযোগ্য বাছাই না করা গেলেও আপাতত যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই, তারা স্কুলে যেতে পারবেন। এবং কাজের নিরিখে প্রতি মাসে নিয়মিত বেতন ও পাবেন। কিন্তু শিক্ষাকর্মীদের ক্ষেত্রে কোনো নয়া নির্দেশ আরোপ করা হয়নি। এবার তাঁদের জন্য বড় সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
সূত্রের খবর, আজ অর্থাৎ শনিবার, নবান্নে চাকরিহারা গ্রুপ সি, গ্রুপ ডি শিক্ষাকর্মীদের জন্য এক বড় সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যসচিব মনোজ পন্থের ফোনে চাকরিহারা শিক্ষাকর্মীদের উদ্দেশে তিনি জানান, সরকার গ্রুপ সি, গ্রুপ ডি শিক্ষাকর্মীদের জন্য রিভিউ পিটিশন করবেন। তবে যতদিন না পর্যন্ত মামলা নিষ্পত্তির হচ্ছে ততদিন শিক্ষাকর্মীদের অর্থ সাহায্যও ঘোষণা করা হবে। সেক্ষেত্রে গ্রুপ সি শিক্ষাকর্মীরা মাসে ২৫ হাজার টাকা এবং গ্রুপ ডি শিক্ষাকর্মীরা ২০ হাজার টাকা করে ভাতা পাবেন। এছাড়াও তিনি জানিয়েছেন যে, “ সুপ্রিম কোর্ট যদি একান্তই শিক্ষাকর্মীদের কাজ করার অনুমতি না দেয় তাহলে সরকার আইন মোতাবেকই অন্য উপায় খুঁজে দেখবে। কী করা যায়, সেটাও ভেবে দেখবে।”
যদিও মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় গ্রুপ ডি অশিক্ষক কর্মীরা মোটেই খুশি নন। তাঁদের দাবি, এই টাকা লোন মেটাতেই চলে যাবে। ফলে আরও পাঁচ হাজার টাকা বাড়ানোর আবেদন করা হয়েছে। কিন্তু এখনও এই বিষয়ে কোনো স্পষ্ট ভাবে মুখ্যমন্ত্রী কিছু বলেননি। প্রতিবেদন লেখা পর্যন্ত নবান্ন সভাঘরে এই বৈঠক চলছে বলে জানা যাচ্ছে। বিষয় নিয়ে আলোচনা চলছে। সেই সঙ্গে নদিয়ার তেহট্টের নিহত সেনাকর্মীর পরিবারের একজনকে চাকরির প্রতিশ্রুতি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
জঙ্গি হামলায় নিহত পরিবারকে ক্ষতিপূরণ ঘোষণা
অন্যদিকে জম্মু-কাশ্মীরের পাহেলগাঁও জঙ্গি হানায় বাংলায় যে তিন বাসিন্দা নিহত হয়েছেন তাঁদের সকলের পরিবারকেও আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে পুরুলিয়া এবং বেহালার বাসিন্দা যথাক্রমে মণীশ রঞ্জন মিশ্র, সমীর গুহর পরিবারকে দেওয়া হবে ১০ লক্ষ টাকা করে। এছাড়াও পাটুলির বাসিন্দা বিতান অধিকারীর স্ত্রী এবং বাবাকে ৫ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।