সহেলি মিত্র, কলকাতাঃ হাতেগোনা আর মাত্র কয়েকটা দিন, ব্যস তারপরেই রয়েছে দুর্গাপুজো। এদিকে উৎসবের আবহে এবার গান বাঁধলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর এই গানের মাধ্যমে রাজ্যবাসীকে বড় উপহার দিয়েছেন পুজোর। কলকাতার বিভিন্ন পুজো মণ্ডপে এই গানটি শোনানো হবে বলে জানিয়েছেন তিনি।
পুজোর জন্য গান বাঁধলেন মুখ্যমন্ত্রী
আজ রবিবার নিজের এক্স হ্যান্ডেল, ফেসবুকে রাজ্যবাসীকে মহালয়ার শুভেচ্ছা জানান মমতা। এরপর মুখ্যমন্ত্রী লেখেন, ‘জাগো দুর্গা, জাগো দশপ্রহরণধারিণী। তর্পণে, আগমনে ও আবাহনে সকলকে জানাই মহালয়ার শুভকামনা। এই উপলক্ষে আপনাদের সবার সঙ্গে আমার লেখা ও সুর করা একটি পুজোর নতুন গান শেয়ার করে নিচ্ছি।’ এই পোস্টের সঙ্গেই নিজের তৈরি গানের ভিডিওটি প্রকাশ করেছেন।
গানের শুরুতেই কথাগুলি রয়েছে, ‘ধনধান্যে ভরে/ মা এসেছেন ঘরে/ পূর্ণ শস্যভাণ্ডার/ শস্য সবুজ কারিগর।’ শস্য শ্যামলা বঙ্গে মা দুর্গার আগমনের বার্তা নিয়ে এই গান। ২ মিনিট ৪০ সেকেন্ডের মিউজিক ভিডিওটি এখনও পর্যন্ত অনেকেই দেখে ফেলেছেন। এই গানটি গেয়েছেন ইন্দ্রণীল সেন। গানটি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে।
কী বলছেন সাধারণ মানুষ?
যদিও এই গান নিয়ে অনেকে কটাক্ষও করেছেন। ফেসবুক পোস্টের কমেন্টে একজন লেখেন, ‘মা দুর্গা যেন আমাদের দয়া করে আপনাকে ক্ষমতা থেকে সরিয়ে দেন এইবার। মন থেকে প্রার্থনা করি। অনেক ক্ষতি হয়ে গেছে আমাদের।’ অপর একজন লিখেছেন, ‘আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠল আলোর বেণু…আজ মহালয়ার। দিদি তোমাকে এবং পরিবারের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা পিতৃপক্ষের অবসান। এরপর দেবীপক্ষের সূচনা। তোমার শারদীয়া উৎসব খুব ভালো কাটুক আমি এই আশা রাখি।’
“জাগো দুর্গা, জাগো দশপ্রহরণধারিণী”
তর্পণে, আগমনে ও আবাহনে সকলকে জানাই মহালয়ার শুভকামনা।
এই উপলক্ষে আপনাদের সবার সঙ্গে আমার লেখা ও সুর করা একটি পুজোর নতুন গান শেয়ার করে নিচ্ছি। pic.twitter.com/2RoZDJcRTp
— Mamata Banerjee (@MamataOfficial) September 20, 2025
অন্য আরেকজন লেখেন, ‘Madam আমাদের এক লক্ষ পঁচিশ হাজার সিভিক ভলেন্টিয়ার/সিভিক পুলিশ ভাই-বোনদের দিকে একটু তো মুখ তুলে তাকান। এই মূল্য বৃদ্ধির বাজারে।দশ হাজার টাকায়(10000/) কি সংসার চলে!!!সেটা আপনি ভালো ভাবেই বোঝেন। আপনার কাছে অনুরোধ এবার তো আমাদের দিকে মুখ তুলে একটু তাকান!!!বারো বছর (12 YEARS) কাজ করার পর আমদের পরিবার গুলো রক্ষা পাবে।বিষয়টি একটু দেখবেন Madam।’