রাণাঘাটে ১১২ ফুটের দুর্গাপ্রতিমায় নিষেধাজ্ঞা কেন? কারণ জানালেন মুখ্যমন্ত্রী মমতা

Published on:

ranaghat 112 feet durga

প্রীতি পোদ্দার: কয়েকবছর আগে সবচেয়ে বড় দুর্গা প্রতিমা করে রীতিমত বঙ্গবাসীর চোখ ছানাবড়া করে দিয়েছিল দেশপ্রিয় পার্ক। আর সেই ৮০ ফুটের দুর্গা প্রতিমা দেখতে রীতিমত ভিড়ের চোটে পদপৃষ্ট হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল। বাধ্য হয়ে শেষ পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল দেশপ্রিয় পার্কের প্রতিমা দর্শন। আর এবার চলতি বছর রাণাঘাটের পুজো কমিটি গড়তে চাইল প্রায় ১১২ ফুটের প্রতিমা। যদিও এ নিয়ে অনুমতি দেয়নি পুলিশ। তাই হাইকোর্টে এই বিষয়ে মামলা চলছে। এবার সেই প্রসঙ্গে বড় মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

১১২ ফুট উচ্চতার দুর্গাপ্রতিমা নিয়ে বড় মন্তব্য মমতার

গতকাল অর্থাৎ বৃহস্পতিবার, বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাণাঘাটের দুর্গামূর্তি প্রসঙ্গে বলেন, ‘কেউ চাইলে ১১২ ফুট কেন ৪১২ ফুটও প্রতিমা করতে পারেন। কিন্তু সেই প্রতিমা করতে গিয়ে কেউ স্ট্যাম্পেড হয়ে গেলে দায়িত্ব কে নেবে? এবং তা দেখতে গিয়ে দুর্ঘটনা ঘটলে কী হবে? তাই দায়িত্বশীল হয়ে সবাই পুজো করুন, আমার কোনও আপত্তি নেই। কিন্তু এমন কিছু করবেন না, যাতে মানুষ পদপৃষ্ট হয়।’

প্রতিবছর কলকাতায় দুর্গাপুজো মানেই কোন পুজো কমিটি কাকে টেক্কা দেবে, এই নিয়ে জোরদার প্রতিযোগিতা চলতে থাকে। সেক্ষেত্রে পুজোর মণ্ডপ হোক বা থিম, অথবা প্রতিমার অবয়ব সবেতেই যেন কলকাতাসহ সমস্ত জায়গায় প্রতিযোগিতা চলে। কিন্তু চলতি বছর পুজো খানিক অন্যরকম হয়ে উঠেছে সকলের কাছে। আর তার অন্যতম কারণ হল আরজি কর কাণ্ড। যার ফলে উৎসবের মরশুমে লেগেছে বিষাদের সুর।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

বিকাশরঞ্জনের প্রতি ক্ষোভ প্রকাশ মমতার!

এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সরাসরি নাম না করেই কটাক্ষ করলেন বামপন্থী নেতা, আইনজীবী এবং প্রাক্তন মেয়র বিকাশরঞ্জন ভট্টাচার্যকে। বলেন, ‘কোর্টে গিয়ে রাজনীতির কচকচানি যিনি করেন সারাক্ষণ, সব ব্যাপারে ইন্টারফেয়ার করেন, যদি আমি প্রশ্ন করি আপনি মেয়র থাকাকালীন কলকাতায় জল কেন জমত? আন্দোলনরত ছাত্রছাত্রীদের জন্য এত টাকা নিয়েছেন কেন? কথায় কথায় কোর্ট। আমাদের পক্ষে কিছু দেওয়ার দরকার নেই। কিন্তু বিচারের রায় যেন নীরবে নিভৃতে না কাঁদে। এমন কোনও কিছু যাতে না হয় এবং মানুষ যাতে বিপদে না পড়ে।’

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group