হবে হাজার হাজার কর্মসংস্থান, Infosys এর নতুন ক্যাম্পাস উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা

Published on:

mamata banerjee inaugarates infosys new campus in new town

পার্থ সারথি মান্না, কলকাতাঃ রাজ্যের মানুষের কর্মসংস্থান ও বাংলায় শিল্পের বিস্তার বাড়াতে তৈরী হচ্ছে নতুন আইটি হাব। আর আজ অর্থাৎ ১৮ই অগাস্ট বুধবার উদ্বোধন হয়ে গেল নিউটাউনে ইনফোসিসের নতুন ক্যাম্পাসের উদ্বোধন (Infosys New Campus)। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই হাতিশালায় নতুন ক্যাম্পাসের উদ্বোধন  করেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

Infosys এর নতুন ক্যাম্পাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

নতুন বছর শুরুর আগেই নিউটাউনে হাতিশালে ১৭ একর জমিতে তৈরী ইনফোসিসের ক্যাম্পাস ‘Infosys Development Centre’ উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর তিনি জানান, ‘আজকের দিনটা একটা ঐতিহাসিক দিন। শুধুমাত্র ইনফোসিসের জন্যই নয় বরং আমাদের সকলের জন্য ও আইটি ইন্ডাস্ট্রির জন্য একটা মনে রাখার মত দিন। রাজ্যে হাজার হাজার কর্মসংস্থান তৈরী হবে। বর্তমানে আপনারা পৃথিবীর ৫৬টি দেশে কাজ করছেন। আর এবার কলকাতাতেও ইনফোসিস ডেভেলপমেন্ট সেন্টার খুলতে রাজি হলেন। এটা সত্যিই আমাদের জন্য খুবই গর্বের মুহূর্ত। আমাদের সমস্ত কর্মী ও আধিকারিকদের অভিনন্দন’।

তৈরী হবে কয়েক হাজার কর্মসংস্থান

এদিন উদ্বোধনী মঞ্চ থেকেই মমতা আরও বলেন, ‘রাজারহাট-নিউটাউন এলাকায় প্রচুর বিশ্ববিদ্যালয় আছে। সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়কেও জমি দিয়েছিলাম। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি থেকে শুরু করে আরও ওয়ান সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ও রয়েছে। তাছাড়া ১-২ কিমির মধ্যেই রয়েছে লেদার হাব। লেদার ইন্ডাস্ট্রিতে পাঁচ লক্ষেরও বেশি মানুষ কর্মরত আছেন। এবার ইনফোসিসেও ৪ হাজারেরও বেশি লোকে কাজ পাবে। এটা সত্যিই খুব ভালো একটা সিদ্ধান্ত।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

রাজ্যের উন্নয়ন সম্পর্কে যা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

আজ মঞ্চ থেকে অতীতের প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আগে একটা সময় ছিল যখন দিনে ২৩ ঘন্টা অবধি লোডশেডিং থাকত। এখন আর সেটা হয় না, উল্টে আগামী ১০০ বছর রাজ্যের বিদ্যুতের ঘাটতির কোনো চান্স নেই। রাজ্যে যখন ক্ষমতায় এসেছিলাম তখন কিছুই ছিল না। আজ ২২ টা আইটি পার্ক তৈরী করা হচ্ছে। তথ্যপ্রযুক্তি শিল্পের জন্য হাইস্পীড ইন্টারনেটের ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যেই রাজ্যে ২২০০ আইটি কম্পানি কাজ করছে, যা রাজ্যের আর্থিক অগ্রগ্রতির কারণ হয়েছে। তবে আগামী দিনে আরও শিল্প আসবে ও কর্মসংস্থানও বাড়বে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group