প্রীতি পোদ্দার, কলকাতা: অবশেষে অপেক্ষার অবসান! SSKM-এ নবনির্মিত উডবার্ন-২ ‘অনন্য’ ভবনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ১০২টি কেবিন, ৮টি স্যুইট নিয়ে তৈরি এই উডবার্নের চমকে আপ্লুত সকলে। এছাড়াও রয়েছে ১৩১ টি বেডের সুবিধা। কিন্তু অনেকের কাছেই অজানা এই নয়া উডবার্ন বিভাগের খরচ। আর এই আবহে সেই খরচের বিবরণী সকলের সামনে তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
উডবার্ন- ২ ইউনিটের উদ্বোধন মমতার
গত সোমবার অর্থাৎ ১৫ সেপ্টেম্বর SSKM-এ নবনির্মিত উডবার্ন-২ ‘অনন্য’ ভবনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক কেবিন ও স্যুইট নিয়ে তৈরি এই অত্যাধুনিক ভবনের নামকরণ করা হয়েছে ‘অনন্য’ হিসেবে। আর এই নামকরণ করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডের পরিষেবা আরও উন্নত করে তুলতে নতুন সংযোজন করা হয়েছে উডবার্ন- ২ ইউনিট। এখন থেকে এসএসকেএমের বহির্বিভাগ বা জরুরি বিভাগে আসা কোনও রোগী উডবার্ন- ২-তে ভর্তি হতে পারবেন। এমনকি এখানেও স্বাস্থ্য সাথী কার্ডের সুবিধা পাওয়া যাবে বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কোন বিভাগে কত ভাড়া?
৬৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১০ তলা এই ভবনে কেবিন রয়েছে ১৩১টি। গত সোমবার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিস্তারিতভাবে জানিয়ে দেন কোন ধরনের কেবিনের কত ভাড়া। দৈনিক হারে সিঙ্গল কেবিনের ভাড়া হিসেবে নেওয়া হতে চলেছে ৫ হাজার টাকা, সিঙ্গল স্যুট ৮ হাজার টাকা, এইচডিইউ বা লাইফ সেভিংস ফেসিলিটি পরিকাঠামো যুক্ত শয্যার ভাড়া ১২ হাজার টাকা এবং আইটিইউ শয্যা ১৫ হাজার টাকা। পাশাপাশি বেডের মূল্য হিসেবে নির্ধারিত অর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও দু’হাজার টাকা কমিয়ে দিয়েছেন। আর তাতেই বেশ খুশি সকলে।
আরও পড়ুন: রাজ্যে SIR-এর জন্য ১৫ কোটি ভোটার ফর্ম ছাপানোর নির্দেশ! জোর কদমে চলছে প্রশিক্ষণ
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, SSKM-এ নবনির্মিত উডবার্ন-২ এ যে পরিকাঠামো রয়েছে, তা ভাল ভাল বেসরকারি হাসপাতালের পরিকাঠামোকেও টেক্কা দেবে। রোগীরা সঠিক এবং উন্নত মানের পরিষেবা পাবে। তবে ছ’মাস পরে এর মূল্য ফের একবার রিভিউ করে দেখা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও ওইদিন মোট ১৫টি প্রকল্পের উদ্বোধন এবং তিনটি প্রকল্পের শিলান্যাস করেন তিনি। এ ছাড়াও এসএসকেএম চত্বরে তৈরি হচ্ছে ক্যানসার হাসপাতাল। অন্যটি তৈরি হচ্ছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল। শুধু তাই নয়, পূর্ব ভারতে সর্বপ্রথম বোন ব্যাঙ্কও তৈরি হচ্ছে।