বিক্রম ব্যানার্জী, কলকাতা: সোমবার বন্যায় বিপর্যস্ত উত্তরবঙ্গে পৌঁছলেন মুখ্যমন্ত্রী। টানা বর্ষণের কারণে বিধ্বস্ত নাগরাকাটায় গিয়েই দুর্গতদের সাথে দেখা করেন মমতা। সেখানকার বন্যা পরিস্থিতি বুঝে যত দ্রুত সম্ভব উদ্ধার কাজ শুরুর পাশাপাশি ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার নির্দেশ দেন তিনি। আর এদিনই এনডিআরএফ নিয়ে কেন্দ্রের ভূমিকাকে প্রশ্নের মুখে দাঁড় করালেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee On NDRF)। বললেন, ‘এনডিআরএফ শুধুই কেন্দ্রের নয়, ওদের সাথে আমাদেরও চুক্তি আছে।’
নাগরাকাটায় পৌঁছেই এনডিআরএফ নিয়ে বড় কথা বললেন মুখ্যমন্ত্রী!
সোমবার, উত্তরবঙ্গের ত্রাণ শিবিরে দাঁড়িয়েই সাংবাদিকদের মুখোমুখি হয়ে এনডিআরএফ নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমো বলেন, ‘এনডিআরএফ কিন্তু শুধু কেন্দ্রের নয়, আমাদের সাথেও ওদের চুক্তি রয়েছে। এটাকে কেন্দ্রের অনুগ্রহ ভাববেন না, আমাদের কাছ থেকেও টাকা পায় এনডিআরএফ, এদিকে মিথ্যে প্রচার ছড়ানো হচ্ছে।’
বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বিজেপি?
বাংলার নানা প্রান্তে বিভিন্ন কঠিন সময়ে বিজেপির বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ তুলেছে তৃণমূল। উত্তরবঙ্গের ভয়াবহ পরিস্থিতির সময়কালেও কি সেটা বাদ যাবে? সোমবার নাম না করলেও ইঙ্গিতে খানিকটা তেমনই বোঝালেন মুখ্যমন্ত্রী। এদিন, বিজেপির নাম উল্লেখ না করেই মুখ্যমন্ত্রী ইঙ্গিত দেন, ‘দুর্যোগের মতো কঠিন সময়েও বিভ্রান্তি ছাড়ানোর চেষ্টা হচ্ছে।’ মূলত মানবতার খাতিরে এই সময় রাজনীতি থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন মমতা। কথাগুলো যে বিরোধী শিবির অর্থাৎ বিজেপিকে উদ্দেশ্য করেই বলা, সেটা বোধহয় বুঝতে বাকি নেই কারোরই!
অংশ্যই পড়ুন: বিজেপি নেতাদের উপর হওয়া হামলার প্রেক্ষাপটে সকলকে সংযত থাকার বার্তা মুখ্যমন্ত্রীর
প্রসঙ্গত, সোমবার মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে পৌঁছনোর ঠিক আগেই বিপর্যস্ত এলাকাগুলি পরিদর্শনে যান বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। সেখান থেকেই শাসক দলের বিরুদ্ধে তোপ দেগে বিজেপি নেতা বলেন, ‘রাজ্য এখনও পর্যন্ত উদ্ধারকাজে হাত লাগায়নি। যেটুকু যা হচ্ছে তার সবই কেন্দ্রের এনডিআরএফের তৎপরতায়।’
বলা বাহুল্য, এদিন শমীকের পরপরই উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি পরিদর্শনে যাওয়ার পথে নাগরাকাটায় আক্রান্ত হন মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। রবিবার সে প্রসঙ্গ উল্লেখ না করলেও সকলকে শান্ত থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।