বড় শিল্পে ভারত সেরা বাংলা! কেন্দ্রের রিপোর্ট প্রকাশ্যে আনলেন মমতা

Published on:

Mamata Banerjee

প্রীতি পোদ্দার, কলকাতা: শিল্প বিনিয়োগ এবং শিল্প ক্ষেত্রে নিয়ে বরাবরই রাজ্য সরকারের সঙ্গে বিরোধী দলের সংঘাত হয়ে আসছে। প্রশাসন শিল্পকে নিয়ে রীতিমত ছেলে খেলা করছে এই ধরণের নানা অভিযোগ করেই থাকে বিরোধীরা। তবে এবার রাজ্যের শিল্পব্যবস্থা নিয়ে গর্বের খবর উঠে এল রাজ্যবাসীর মুখে। অসংগঠিত ক্ষেত্রের অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উৎপাদন শিল্পে বাংলাই হয়ে উঠল এক নম্বর। সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে নিজে এমন তথ্য প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

শিল্পের তালিকায় এবার উঠে এল বাংলার নাম!

সম্প্রতি কেন্দ্রের শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্য প্রচার বিভাগ প্রতিটি রাজ্যের শিল্প ব্যবস্থা নিয়ে একটি সমীক্ষা চালিয়েছিল। সেই সংস্থার তরফে ২০২৪-২৫ এর বার্ষিক রিপোর্ট প্রকাশিত হয়েছিল। আর তাতেই উঠে এল এক উল্লেখযোগ্য তথ্য। ২০২৪-২৫ এর বার্ষিক রিপোর্ট অনুযায়ী, বড় শিল্পের বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ দেশের মধ্যে অন্যতম অগ্রগামী রাজ্য হিসেবে স্বীকৃতি অর্জন করেছে৷ এমনকি বড় কর্পোরেট বিনিয়োগ-আকর্ষণের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ প্রায় সমস্ত রাজ্যকে ছাপিয়ে শীর্ষ তিন রাজ্যের মধ্যে অবস্থান করেছে।

সাফল্য প্রসঙ্গে কী বললেন মমতা?

গতকাল অর্থাৎ বুধবার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের এই বড় সাফল্যের বিষয়ে নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন যে, “আনন্দের সঙ্গে জানাচ্ছি, বড় শিল্পের ক্ষেত্রেও আমরা এখন দেশের শীর্ষ স্তরে পৌঁছেছি ৷ কয়েক বছর ধরে MSME শিল্পক্ষেত্রে আমরা শীর্ষস্থানে রয়েছি। এবার বড় শিল্পের ক্ষেত্রেও আমরা বড় সাফল্য অর্জন করেছি ৷” তিনি আরো বলেন, “ গোটা দেশে অসংগঠিত ক্ষেত্রের ছোট-মাঝারি উৎপাদন শিল্পে মোট যে উৎপাদন হয় সেই পণ্যের ১৬.০২ শতাংশ আসে বাংলা থেকে। যা দেশের মধ্যে সর্বোচ্চ। ” রাজ্যের এই বিরাট সাফল্যের জন্য শ্রমিকদের অবদান যে অনেকটা তা নিয়েও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর এক্স হ্যান্ডেলে ব্যক্ত করেছেন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ রাজ্যের বকেয়া টাকা মেটানোর জন্য সুপারিশ সংসদে, দীর্ঘদিনের দাবি পূরণ হবে নবান্নর

প্রথম থেকেই পশ্চিমবঙ্গ দেশের শিল্প-মানচিত্র থেকে বঞ্চিত বলে বিরোধী দলগুলি রাজ্য সরকারকে কটাক্ষ করে আসছে৷ তাই এদিন এই সাফল্যের পর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিরোধীদের পাল্টা জবাব দিয়ে জানিয়েছে, “বিজেপি সবসময় বলে রাজ্যের শিল্প নেই। কিন্তু কেন্দ্রীয় সরকার এবার সবটাই পরিষ্কার করে দিল। প্রমাণ হয়ে গেল শুভেন্দু অধিকারীরা যা বলেন, সে কথা বিশ্বাস করেন না দিল্লির বিজেপি নেতারা।” আর এই আবহে আগামী আগামী ২২ মার্চ মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডন সফরে যাচ্ছেন ৭ দিনের জন্য। সেখানে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং গবেষকদের সামনে ভাষণ দেবেন তিনি। আশা করা যাচ্ছে সেখানে তিনি সংস্কৃতি, ইতিহাস থেকে শুরু করে পর্যটন— নানা ক্ষেত্রে পশ্চিমবঙ্গের উন্নয়ন তুলে ধরতে পারেন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group