প্রীতি পোদ্দার, কলকাতা: রাতভর ভারী বৃষ্টির জেরে জলমগ্ন কলকাতা। মাত্র ৫ ঘণ্টার ব্যবধানে, মেঘভাঙ্গা তুমুল বৃষ্টিতে পুজোর আগে ভয়াবহ জলমগ্ন পরিস্থিতি এর আগে কখনও দেখেনি এই শহর। তার মধ্যে পাড়ায় পাড়ায় পুজো প্যান্ডেল ভেঙে পড়ে রয়েছে। অলিগলিতে একাধিক জায়গায় এক তলায় জল ঢুকেছে হু হু করে। রাস্তায় রাস্তায় জলের মধ্যে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ার কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৭ জনের তাই বিভিন্ন এলাকায় বন্ধ করা হয়েছে বিদ্যুৎ পরিষেবা। এমতাবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পুজো উদ্বোধনী নিয়ে বড় আপডেট দিল শাসকদল।
মহালয়া থেকেই শুরু পুজো উদ্বোধনী
বাঙালির শ্রেষ্ঠ পুজোয় যে এবার বড় কাঁটা হতে চলেছে বৃষ্টি, তা আর বলার অপেক্ষা রাখছেনা। যদিও হাওয়া অফিস আগেই পূর্বাভাস দিয়েছিল যে পুজোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। কিন্তু তবুও এমন দুর্যোগ যে পূজোর কটা দিন আগেই শুরু হয়ে যাবে তা কেউ ভাবতে পারেনি। এমনিতেই মহালয়ার দিন থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে শহর কলকাতার বেশ কয়েকটি পুজো উদ্বোধন হয়ে গিয়েছে ৷ কিন্তু সোমবার রাত থেকে মঙ্গলবার অর্থাৎ আজকের ভোর পর্যন্ত ঘণ্টা চারেকের বৃষ্টিতে কলকাতার রাস্তাঘাট জলের তলায়। তাই পুজো উদ্বোধনী নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হল।
কী বলছেন কুণাল ঘোষ?
তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ আজ তাঁর এক্স হ্যান্ডেলে পুজো উদ্বোধনী নিয়ে এক বড় আপডেট প্রকাশ্যে আনলেন। তিনি লিখেছেন, “আজ কলকাতার সব নির্ধারিত পুজো উদ্বোধন স্থগিত করার সিদ্ধান্ত নিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নিজে গোটা দুর্যোগজনিত পরিস্থিতি ও প্রশাসনের কাজ মনিটর করবেন তিনি। কলকাতারগুলি কাল উদ্বোধন করবেন। আর আজ জেলার নির্ধারিত পুজো, যেখানে দুর্যোগ হয়নি, সব ঠিক আছে, বাড়ি থেকে ভার্চুয়ালি সেগুলি উদ্বোধন করে দেবেন মুখ্যমন্ত্রী।”
আরও পড়ুন: পুজোতেও ডুববে কলকাতা! অষ্টমী পর্যন্ত লাগামছাড়া বৃষ্টি, আপডেট দিল আবহাওয়া দফতর
ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর
এদিকে পরিস্থিতির কথা মাথায় রেখে প্রাকৃতিক দুর্যোগের কারণে আজ থেকেই স্কুলগুলিতে পুজোর ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ICSE ও CBSE বোর্ডের স্কুলগুলিকে মঙ্গলবার থেকে অন্তত ২ দিন ছুটি দেওয়ার অনুরোধ করেছেন তিনি। এছাড়াও বিশ্ববিদ্যালয়গুলিকেও আগামী ২ দিন অনলাইনে ক্লাস করার অনুরোধও জানানো হয়েছে। অন্যদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যুর ঘটনার পর আজই একটি বৈঠক হওয়ার কথা ছিল। সেই বৈঠকের পাশাপাশি, সমস্ত ক্লাস আজকের মত বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি বেসরকারি অফিসগুলিকে আগামী ২ দিন ওয়ার্ক ফ্রম হোম করার অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।