৬টি ভলভো বাস উত্তরবঙ্গ থেকে আসবে দিঘায়! শিলিগুড়ি থেকে বড় ঘোষণা মমতার

Published on:

Digha Jagannath Temple

প্রীতি পোদ্দার, কলকাতা: বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের বিপুল পরিমাণ সাফল্যের পর গতকাল, সোমবার উত্তরবঙ্গ বাণিজ্য সম্মেলনে নানা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ক্ষুদ্র ও কুটির শিল্প ছাড়াও পর্যটন, ফুড প্রসেসিং, চা–শিল্পের উপর নানা আলোচনা করেন মুখ্যমন্ত্রী। আর এবার উত্তরবঙ্গের মানুষদের জগন্নাথ দর্শনের জন্য এক দারুণ উপায় খুঁজলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সহজেই যাতে দিঘার মন্দির দর্শন করতে পারেন, তার জন্য উত্তরবঙ্গের ৬টি জেলা থেকে দিঘাগামী ৬টি ভলভো বাসের উদ্বোধন করবেন বলে জানান মমতা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

জগন্নাথ দর্শন হবে আরও সহজ!

চলতি বছর অক্ষয় তৃতীয়ার দিন দিঘায় জগন্নাথ মন্দির (Digha Jagannath Temple) উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহা আড়ম্বরে প্রাণপ্রতিষ্ঠা করা হয় জগন্নাথের বিগ্রহে। মন্দির উদ্বোধনের পরেই ভক্তদের ভিড় যেন উপচে পড়েছিল। জানা গিয়েছে প্রথম কয়েক দিনেই দর্শনার্থীর সংখ্যা প্রায় ১০ লক্ষ ছাড়িয়ে যায়। কিন্তু সকলের কাছে দিঘাযাত্রা সহজ হলেও উত্তরবঙ্গের মানুষের কাছে মন্দির দর্শন অনেকটা সমস্যার। তাই সেই সমস্যা দূর করতে এবার শিলিগুড়ি, মালদা, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং রায়গঞ্জ থেকে প্রত্যেকদিন দিঘার উদ্দেশ্যে রওনা দেবে ৬ টি ভলভো বাস।

উত্তরবঙ্গের শিল্পায়ন বিকাশে মহা উদ্যোগ

এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে, “উত্তরবঙ্গের কথাও আমরা ভাবি। তাইতো ৬টি ভলভো বাস রাজ্য সরকার করে দিয়েছে যাতে সরাসরি দিঘার জগন্নাথ মন্দিরে মানুষজন উত্তরবঙ্গ থেকে যেতে পারেন। তাও আবার বিনা ঝঞ্ঝাটে।” রাজ্য সরকারের এই উদ্যোগের ফলে আশা করা যাচ্ছে যে উত্তরবঙ্গ থেকে সরাসরি দিঘা যাওয়ার বাস চালু হলে আরও ভক্ত সমাগম বাড়বে। এছাড়াও এদিন উত্তরবঙ্গের শিল্পায়নে আরও বিকাশ ঘটানোর জন্য এদিন নানা বৈঠক হয়েছে। মমতা জানিয়েছেন যে, ‘‌শিল্পের জন্য রাজ্য সরকারের নিজস্ব জমি ব্যাঙ্ক রয়েছে। প্রচুর দক্ষ শ্রমিকও আছে। ছোট ছোট শিল্পেও অনেক কর্মসংস্থান হয়। তাই ভারী এবং ক্ষুদ্র দু’‌ধরনের শিল্পে আমরা গুরুত্ব দিচ্ছি।’‌

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

শিলিগুড়িতে কনভেনশন সেন্টার

অন্যদিকে গতকাল উত্তরবঙ্গে বাণিজ্য সম্মেলনের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করলেন জল্পেশ মন্দিরের স্কাইওয়াক। এছাড়াও সেখানে চারটি শিল্প পার্কের উদ্বোধনও করেন মুখ্যমন্ত্রী। এসবের মাঝেই শিলিগুড়িতে একটি কনভেনশন সেন্টার করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকার সূত্রে জানা গিয়েছে, এই কনভেনশন সেন্টারটি শিলিগুড়িতে উত্তরায়নের বিপরীতে হতে পারে। এবং এর জন্য ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করার কথা জানান হর্ষ নেওটিয়া।

আরও পড়ুন: শুধু নামেই প্রকল্প, মেলেনি এক টাকাও! পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে মাইক বেঁধে প্রচার

এছাড়াও উত্তরবঙ্গের শিল্প নিয়ে যাতে কোনও অসুবিধা না হয় তার জন্য মুখ্যসচিব মনোজ পন্থকে সামনে রেখে কয়েকজন শিল্পপতিকে নিয়ে একটি কোর কমিটি গঠন করার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি উত্তরবঙ্গে সার্কিট বেঞ্চ গঠন নিয়ে তিনি জানান, “উত্তরবঙ্গের মানুষকে কথায় কথায় যাতে কলকাতায় ছুটে যেতে না হয়, তাই সার্কিট বেঞ্চের উদ্যোগ। সম্ভবত আগামী ১২ জুলাই উদ্বোধন হবে। তবে এটা হাইকোর্ট ঠিক করবে।” জানা গিয়েছে আজ ফুলবাড়ির ভিডিওকন মাঠে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group