বৌদির মুণ্ডু কেটে হাতে নিয়ে ঘুরছে দেওর! বাসন্তীতে হাড়হিম করা ঘটনা, শিউরে ওঠা ভাইরাল ভিডিও

Published on:

Basanti

প্রীতি পোদ্দার, কলকাতা: এক হাতে দা, অন্যহাতে কাঁটা মুন্ডু! শনিবার সকালে এমনই হাড় হিম করা ঘটনার সাক্ষী থাকলেন বাসন্তীর (Basanti) গ্রামবাসীরা। কাটা মুন্ডু থেকে সমানে ঝরে পড়েছে টপ টপ করে রক্ত। গোটা ঘটনা পুলিশকে জানাতে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বৌদিকে খুন করে কাটা মুন্ডু নিয়ে ঘুরছিলেন ওই যুবক। এইমুহুর্তে পুলিশের হেফাজতে রয়েছেন সেই অভিযুক্ত।

ঘটনাটি কী?

পুলিশ সূত্রের খবর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ভরতগড় গ্রামে। ধৃত যুবকের নাম বিমল মণ্ডল। আজ সকালে এই যুবককে একটি কাটা মুন্ডু হাতে নিয়ে ঘুরে বেড়াতে দেখা যায়। আরেক হাতে ছিল ধারালো অস্ত্র আর পরনে ছিল রক্তমাখা পোশাক। আশেপাশের লোকেরা এই ভয়াবহ দৃশ্য দেখেই আঁতকে ওঠে এবং বাড়ির দরজা-জানলা বন্ধ করে দেয়। হইচই পরে যায় এলাকা জুড়ে এবং সময় নষ্ট না করে তৎক্ষণাৎ খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ওই যুবককে গ্রেফতার করে বাসন্তী থানার পুলিশ।

মানসিক ভারসাম্যহীন অভিযুক্ত!

প্রাপ্ত রিপোর্ট সূত্রে জানা গিয়েছে ওই ধৃত যুবককে অনেকক্ষণ জেরা করার পর সে পুলিশকে জানিয়েছে, কাটা মুন্ডুটি তাঁর বৌদি শচী মণ্ডলের। কিন্তু কী কারণে বৌদিকে সে খুন করল তা নিয়ে অবশ্য কোনো স্পষ্ট মন্তব্য তিনি করেননি। তবে পুলিশের প্রাথমিক অনুমান, ওই যুবক মানসিক ভারসাম্যহীন। যার ফলে এমন ভয়ংকর ঘটনা ঘটিয়ে ফেলেছে। তাই সেক্ষেত্রে তদন্তের অগ্রগতির জন্য পুলিশ প্রয়োজনে মনোবিদদের সাহায্য নেওয়া হবে বলে মনে করা হচ্ছে। এদিকে গোটা এলাকা পুলিশের ঘেরাটোপে রাখা হয়েছে।

আরও পড়ুন: মমতার ব্যক্তিগত জীবন নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় FIR! পাল্টা হুঙ্কার কৌস্তভের

এক প্রত্যক্ষদর্শীর কথায় জানা গিয়েছে, “আজ সকালে যখন ঘুম থেকে উঠে ঘর থেকে বেরিয়েছি। ঠিক তখনই দূর থেকেই দেখতে পাচ্ছিলাম এক উদভ্রান্ত যুবক ছুটে ছুটে আসছে। এক হাতে দা আর অন্যহাতে কিছু একটা রয়েছে যা দিয়ে রক্ত পড়ছে। কাছে আসতে দেখি এক মহিলার মাথা! ভয়ে আঁঁতকে উঠি! সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দি।” এই আবহে প্রশ্ন উঠছে, দিনে দুপুরে কীভাবে এই ধরনের নৃশংস ঘটনা ঘটতে পারে সকলে সামনে। আর তার সঙ্গে পরিবারে নারীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়দের কেউ কেউ।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥