বিক্রম ব্যানার্জী, কলকাতা: লটারিতে কোটিপতি হয়েও টাকা নিতে এলেন না বিজেতা! আজব চিত্র ধরা পড়ল রায়দিঘিতে। এদিকে লটারি জয়ীর আশায় গোটা দোকান সাজিয়ে স্থানীয় পথ চলতি মানুষজনকে মিষ্টি বিতরণ করলেন কাউন্টারের মালিক।
তাঁর দোকান থেকে 1 কোটি টাকা জিতেছেন ব্যক্তি, সেই আনন্দেই একেবারে আত্মহারা রায়দিঘি বাজারের ওই বিক্রেতা। স্থানীয় মানুষজন থেকে শুরু করে বাজারে বিভিন্ন কাজের সূত্রে আসা ক্রেতাদের ডেকে ডেকে মিষ্টি মুখ করালেন লটারি বিক্রেতা কপিল দেব। কিন্তু লটারি বিজেতা কোথায়?
লটারিতে কোটিপতি হয়েও কাউন্টারে এলেন না বিজেতা
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিও সূত্রে খবর, রায়দিঘি বাজারের বিজয় হোটেলের সামনেই রয়েছে রাধাকৃষ্ণ লটারি সেন্টার। আর সেখান থেকেই একটি লটারি কেটে কোটিপতি হয়েছেন এক ব্যক্তি। তবে অবাক করা বিষয়, কোটিপতি হওয়ার খবর প্রকাশ্যে আসতেই উধাও বিজেতা!
এদিকে ওই ভাগ্যবানের আশায় গোটা দোকান সাজিয়ে বসেছেন রায়দিঘির লটারি বিক্রেতা কপিল দেব। জানা যায়, কাউন্টারে কোটি টাকা লেগেছে, তাই একেবারে ডেকে ডেকে স্থানীয় পথ চলতি মানুষদের মিষ্টিমুখ করালেন রায়দিঘি বাজারের ওই লটারি বিক্রেতা। এদিকে রাত গড়িয়ে দুপুর হলেও খুঁজে পাওয়া গেল না লটারি বিজেতাকে।
অবশ্যই পড়ুন: ৮ ধাপ এগিয়ে আরও শক্তিশালী হল ভারতীয় পাসপোর্ট, ভিসা ছাড়াই যাওয়া যাবে ৫৯ দেশে
লটারি বিক্রেতার বক্তব্য
মা ভবতারিনী বিষ্ণুপুরের লটারি কাউন্টারের তরফে ওই 1 কোটি টাকা নিয়ে প্রথম খবর আসে। এরপরই তা জানা মাত্রই, রায়দিঘির ওই লটারি বিক্রেতা কপিল দেব নিশ্চিত করেন, ওই নম্বরের টিকিট তাঁর দোকান থেকেই কাটা হয়েছিল। এরপরই বিজেতার অপেক্ষায় হাপিত্যেশ করে বসে থাকলেও দেখা মেলেনি ওই ভাগ্যবানের।
এ প্রসঙ্গে রায়দিঘির ওই লটারি বিক্রেতা জানিয়েছেন, লটারি জয়ীর আশায় গোটা দোকান সাজিয়ে বসলেও এখনও ওই ভাগ্যবানের সাথে দেখা হয়নি তাঁর। তবে খোঁজাখুঁজি চলছে। ওই লটারি বিজেতা যাতে নিরাপদে পুরস্কার সংগ্রহ করতে পারেন এদিন সে প্রার্থনাই করেন রাধ কৃষ্ণ লটারি সেন্টারের কর্ণধার কপিল দেব। সব মিলিয়ে, গোটা ঘটনাকে কেন্দ্র করে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে রায়দিঘি বাজার চত্বরে।
রায়দিঘিতে লটারি জ্যাকপট! ১ কোটি টাকার চমক | DN News Bangla
রায়দিঘিতে লটারি জ্যাকপট! ১ কোটি টাকার চমক | #RaidighiLottery #RadhakrisnaDearLottery #1CroreJackpot #BanglaBreakingNews #LotteryWinnerRaidighi #KopilDevLottery #DNNewsBangla
Posted by DN News Bangla on Monday, July 21, 2025
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |