ছাত্রী সুরক্ষায় এবার নয়া পদক্ষেপ জেলা শিশু সুরক্ষা দপ্তরের! বীরভূমের প্রতিটি স্কুলে বসবে ‘মনের কথা’ বক্স

Published on:

Birbhum

প্রীতি পোদ্দার, কলকাতা: কিছুদিন আগে বীরভূমের সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ এবং খুনের করার ঘটনায় গ্রেফতার করা হয়েছিল রামপুরহাট শ্যামপাহারি শ্রী রামকৃষ্ণ বিদ্যাপীঠের ভৌত বিজ্ঞানের শিক্ষক মনোজ কুমার পাল। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমত তোলপাড় কাণ্ড শুরু হয়েছিল। এমনকি এর কয়েকদিন পরে রামপুরহাটের বড়তুড়িগ্রামে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছিল এক গৃহশিক্ষকের বিরুদ্ধে। দিনের পর দিন এই ধরনের ঘটনা ছাত্রীদের মধ্যে এ মানসিক চাপ তৈরি করছে। যার জেরে এবার বীরভূমে (Birbhum) সকল স্কুল পড়ুয়াদের নিরাপত্তার কথা ভেবে এক নয়া পন্থা চালু হতে চলেছে।

পড়ুয়াদের নিরাপত্তার জন্য বড় পদক্ষেপ

বর্তমান পত্রিকার রিপোর্ট অনুযায়ী, বীরভূমের রামপুরহাটের ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবং ছাত্রীদের নিরাপত্তা এবং মানসিক বিকাশের কথা ভেবে এক নয়া সতর্কতা অবলম্বন করতে চলেছে জেলা শিশু সুরক্ষা দপ্তর। জানা গিয়েছে এবার স্কুলে স্কুলে ‘মনের কথা’ বক্স বসানোর সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়াও নাবালিকা পড়ুয়াদের নিরাপত্তা আরও আঁটোসাঁটো করতে পুজোর পর প্রতিটি স্কুলের প্রধান শিক্ষকদের বিশেষ পাঠ দিতে চলেছে জেলা শিশু সুরক্ষা দপ্তর। ধাপে ধাপে করা হবে সেমিনার। আর পর্যায়ক্রমিকভাবে সেই সেমিনারগুলিতেও বিভিন্ন স্কুলের ছাত্রীরা যেমন থাকবে, তার সঙ্গে অভিভাবকরাও থাকবেন।

শেখানো হবে গুড টাচ ও ব্যাড টাচ

ইতিমধ্যেই জেলা শিশু সুরক্ষা দপ্তর প্রত্যেকটি স্কুল কর্তৃপক্ষের সঙ্গে ‘মনের কথা’ বক্স বসানো নিয়ে আলোচনা করা হয়েছে, সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, পুজো মিটতেই জেলার প্রতিটি স্কুলেই এই বক্স বসানো হবে। এছাড়াও সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ওই সেমিনারগুলিতে গুড টাচ ও ব্যাড টাচ সম্পর্কে সবাইকে জানানো হবে। এবং ছাত্রীদের তরফে কোনও অভিযোগ থাকলে স্কুল কর্তৃপক্ষ যাতে দ্রুত পদক্ষেপ নেয়, তা নিশ্চিত করতেও বিশেষ বার্তা দেওয়া হবে। যদি দেখা যায় প্রধান শিক্ষক বা স্কুল কর্তৃপক্ষ কোনো কিছু আড়াল করছে তাহলে সঙ্গে সঙ্গে তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন: প্রশাসনের উদাসীনতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ১০, হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের নওশাদ সিদ্দিকীর

প্রসঙ্গত, ‘মনের কথা’ বক্স আসলে পড়ুয়াদের মনের কথা জানাবার একটি উপায় মাত্র। যেই কথাগুলি ছাত্রীরা নিজ মুখে প্রকাশ্যে বলতে সাহস পায় না, তারা সেই কথাগুলি মনের বক্সের মাধ্যমে সকলের সামনে তুলে ধরবে। নির্দিষ্ট ওই বক্স প্রতি মাসে একদিন করে খোলা হবে। প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতেই বক্স খুলে স্কুল কর্তৃপক্ষগুলিকে পড়ুয়াদের মনের কথা জানতে হবে। জেলা শিশু সুরক্ষা দপ্তরের এই পদক্ষেপে আসার আলো দেখছেন অভিভাবকরা।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥