একের পর এক নবান্ন অভিযানে কয়েক কোটির ক্ষতি মঙ্গলাহাটে! হাইকোর্ট মুখী ব্যবসায়ীরা

Published on:

Mangala Hat Businessmen

প্রীতি পোদ্দার, কলকাতা: সামনেই পুজোর মরশুম, তার জেরে বস্ত্র ব্যবসায়ীদের মধ্যে এখন ব্যস্ততা তুঙ্গে। আর এই ব্যস্ততার মাঝেই প্রতি সোম এবং মঙ্গলবার করে বিভিন্ন রাজনৈতিক দল এবং অরাজনৈতিক সংগঠনগুলির নবান্ন অভিযানের জন্য ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছেন হাওড়ার মঙ্গলাহাটের বস্ত্র ব্যবসায়ীরা। অভিযানের জেরে দোকানপাট বন্ধ রাখতে হয় তাঁদের। যার ফলে বিক্রি এবং কেনাকাটায় ব্যাঘাত ঘটছে সকলের। তাই এবার এই সমস্যা দূর করতে বড় পদক্ষেপ গ্রহণ করলেন ব্যবসায়ীরা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বিপুল ক্ষতির মুখে ব্যবসায়ীরা

উল্লেখ্য, চলতি মাসের ৮ এবং ১৪ তারিখ কয়েকটি অরাজনৈতিক সংগঠন নবান্ন অভিযানের ডাক দিয়েছিল। তার জেরে হাওড়া ময়দানে এসে জমায়েত করে বিক্ষোভ দেখিয়েছিলেন আন্দোলনকারীরা। অন্য দিকে, গত সোমবার, ২১ জুলাইয়ের জনসমাবেশের কারণেও ব্যবসা ঠিক মতো জমে ওঠেনি। সব মিলিয়ে চলতি মাসে ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। এইভাবে দিনের পর দিন ব্যবসায় লোকসানের জেরে গতকাল অর্থাৎ ২২ জুলাই, মঙ্গলবার, হাওড়া থানার সামনে বিক্ষোভ দেখান ব্যবসায়ীরা।

একাধিক দাবি ব্যবসায়ীদের

এদিন বিক্ষোভের পাশাপাশি হাইকোর্টে মামলা করার হুঁশিয়ারিও উঠে আসে। মঙ্গলাহাট ব্যবসায়ী সংগঠনের নেতারা সরাসরি জানান যে, তাঁদের আইনজীবীরা আজ অর্থাৎ বুধবার, ২৩ জুলাই নবান্ন অভিযানের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে মামলা করবেন। তাঁদের দাবি মঙ্গলাহাটের ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ায় অবিলম্বে প্রতি সপ্তাহের সোম ও মঙ্গলবার নবান্ন অভিযান বন্ধ করতে হবে। এর পাশাপাশি ব্যবসায়ীরা যাতে ওই দু’দিন ভালোভাবে হাটে বসতে পারেন, সে বিষয়ে পুলিশ-প্রশাসনকে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

এদিকে শোনা যাচ্ছে, আগামী ২৮ জুলাই, সোমবার অন্য একটি অরাজনৈতিক সংগঠনের ডাকে নবান্ন অভিযান হওয়ার কথা রয়েছে। কিন্তু সেই অভিযান কিছুতেই করতে দিতে চায় না মঙ্গলাহাট ব্যবসায়ী সংগঠন। ব্যবসায়ী সমিতির সভাপতি মলয় দত্ত ও সম্পাদক রাজকুমার সাহা বলেন, ‘‘যাঁরা নবান্ন অভিযান করছেন, তাঁদের আন্দোলনের প্রতি আমাদের সহমর্মিতা রয়েছে। আমরা তাঁদের আন্দোলন বন্ধ করতে বলছি না। কিন্তু এ ভাবে আমাদের কয়েক লক্ষ ব্যবসায়ীকে ভাতে মারতে পারেন না, তাই আমরা আদালতের দ্বারস্থ হতে বাধ্য হচ্ছি।’’

আরও পড়ুন: “কাদা ছোড়াছুঁড়ি করি না, গাল আমাকে খেতেই হবে!” ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে মুখ খুললেন দেব

কী বলছেন হাওড়া পুলিশের আধিকারিক?

ইতিমধ্যেই মঙ্গলা হাটের ব্যবসায়ীরা অভিযোগের স্মারকলিপি জমা দিয়েছেন হাওড়া থানায়। এই প্রসঙ্গে হাওড়া সিটি পুলিশের এক পদস্থ আধিকারিক বলেন, “ আমরা গোটা বিষয়টি খতিয়ে দেখছি। তবে ওঁরা যদি এ নিয়ে আদালতে যেতে চান, যেতেই পারেন। তা নিয়ে আমাদের কিছু বলার নেই। কিন্তু কোনো দল যদি, সোম বা মঙ্গলবার নবান্ন অভিযান চালায় সেক্ষেত্রে নিরাপত্তার জন্য হাট বন্ধ রাখতেই হবে।’’

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group