জেলমুক্ত হয়েও শান্তি নেই, বড় দুঃসংবাদ পেলেন মানিক ভট্টাচার্য

Published on:

Manik Bhattacharya

প্রীতি পোদ্দার, কলকাতা: ২০২২ সালে নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। একই সঙ্গে গ্রেফতার হয়েছিলেন তাঁরই ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। গ্রেফতার হওয়ার কিছুদিন পরেই পার্থ চট্টোপাধ্যায়ের মন্ত্রিত্ব পদ চলে গিয়েছে। যদিও তাঁকে সাসপেন্ড করেছে তৃণমূল। অন্যদিকে নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার হয়েছিলেন তৃণমূল বিধায়ক তথা প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya)। গ্রেফতার হওয়ার পর হাইকোর্টের নির্দেশে তাঁরও প্রাথমিক পর্ষদের পদ গেছে। তাই এখন শুধুমাত্র বিধায়ক তিনি। আর এই আবহে এবার মাসিক বেতনের প্রসঙ্গ উঠে এল তাঁদের।

মানিকের বেতন নিয়ে নানা সমালোচনা শুরু বিধানসভায়

সম্প্রতি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ED র দায়ের করা মামলায় জামিন পেলেও এখনও CBI এর মামলায় আটকে রয়েছেন তিনি। বর্তমানে যদিও তিনি হাসপাতালে শয্যাশায়ী। এদিকে কয়েক মাস আগেই জেলমুক্ত হয়েছেন পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। মোট ২৩ মাস জেলে ছিলেন তিনি। কিন্তু যতদিন তিনি জেলে ছিলেন ততদিনের বেতন এখনও তিনি পাননি। সূত্রের খবর, জামিন পরবর্তী সময়ের মানিক ভট্টাচার্য একটা নতুন অ্যাকাউন্ট খুলেছিলেন। সেটা শুধুমাত্র বেতনের জন্য খোলা হয়েছিল।

জানা গিয়েছে জেল মুক্তির পর বেতনের জন্য বিধানসভায় বারবার আবেদন করছিলেন মানিক ভট্টাচার্য। কিন্তু ঠিকঠাক কখনোই সাড়া মেলেনি। এবার সেই আবেদনের প্রেক্ষিতে শুনানি করলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের পরামর্শ চান বিমান বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই বিষয়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী জেলে থাকাকালীন সময়ের বেতনের টাকা পাবেন না মানিক। তবে বেতন না পেলেও মেডিক্যাল বিল পাবেন মানিক।

প্রেসিডেন্সি জেলের সুপারের সঙ্গে আলোচনা স্পিকারের

নিয়ম অনুযায়ী সাধারণত বিধায়করা তাঁর কিংবা স্ত্রীর চিকিৎসার ক্ষেত্রে হাসপাতালের বিল বিধানসভায় জমা দেওয়ার সুযোগ পান। সেই টাকা তাঁরা ফেরতও পান। এক্ষেত্রে মেডিক্যাল বিলের ক্ষেত্রেও কোনও ঊর্ধ্বসীমা থাকবে না। শুধুমাত্র চশমার ক্ষেত্রে খরচের উর্ধ্বসীমা বাধা রয়েছে ৫ হাজার টাকা। অন্যদিকে কিছুদিন আগে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে কথা বলেছেন প্রেসিডেন্সি জেলের সুপার। সেখানে জেলের তরফে জানানো হয়েছে, বন্দি থাকাকালীন মানিকবাবুর জন্য বাইরে থেকে বেশ কিছু ওষুধ আনতে হয়েছে। তাই সেই টাকা মেটানোর জন্য বিধানসভায় বিল পাঠানোর কথা জানিয়েছেন স্পিকার।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥