স্বাস্থ্যসাথী, রেশন কার্ডকেও পরিচয়পত্র হিসেবে ধরার আর্জি মুখ্যসচিবের! না করে দিল CEO

Published:

Swasthya Sathi
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: বছর ঘুরলেই ২৬ এর বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে। নাগরিকদের প্রামাণ্য নথি নিয়ে উঠে আসছে একাধিক প্রশ্ন। যার ফলে বিহার SIR মামলায় সম্প্রতি বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ১২ তম নথি হিসেবে আধার কার্ডকে চিহ্নিত করার নির্দেশ দেওয়া হল নির্বাচন কমিশনকে। আর এবার স্বাস্থ্যসাথী (Swasthya Sathi) ও রেশন কার্ড নিয়ে পশ্চিমবঙ্গের সিইও-কে বিশেষ আর্জি রাজ্যের মুখ্যসচিবের।

পশ্চিমবঙ্গের সিইও-কে আর্জি মুখ্যসচিবের

বিগত কয়েক মাস ধরে বিহারের সংশোধিত ভোটার তালিকা থেকে একাধিকের নাম বাতিল হয়ে যাওয়ায় ধুন্ধুমার পরিস্থিতি রাজ্য জুড়ে। অন্যদিকে বাদ পড়া তালিকায় মৃত এবং স্থানান্তরিত ভোটারদের নাম রয়েছে বলেও কমিশনের তরফে জানানো হয়েছে। যার ফলে প্রামাণ্য নথি নিয়েও উঠছে একাধিক প্রশ্ন। এমতাবস্থায় বিহারে স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা SIR নিয়ে বড় আপডেট দিল সুপ্রিম কোর্ট। আধার কার্ডকে ১২ তম নথি হিসেবে বিবেচিত করা হল। এবার রাজ্যের স্বাস্থ্যসাথী এবং রেশন কার্ডকে পরিচয়পত্র হিসেবে গ্রহণ করা হোক বলে দাবি তুললেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ।

SIR-এর প্রস্তুতি নিয়ে বড় আপডেট

দ্য ওয়ালের রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি পশ্চিমবঙ্গের সিইও-কে হোয়াটসঅ্যাপ বার্তায় রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ আর্জি করেছিলেন যে রাজ্যের স্বাস্থ্যসাথী এবং রেশন কার্ডকে পরিচয়পত্র হিসেবে যেন গ্রহণ করা হয়। কিন্তু সেই আবেদন গ্রহণ করা হয় নি বলে জানা যাচ্ছে। কারণ হিসেবে জাতীয় নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ১২টি নথিই গ্রহণ করা হবে। এর বাইরে আরও কোনও নথি গ্রহণযোগ্য নয়। সেক্ষেত্রে এই আবেদন স্বাভাবিকভাবেই খারিজ করে দেওয়া হয়েছে। অন্যদিকে জাতীয় নির্বাচন কমিশনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে SIR-এর প্রস্তুতি শেষ করতে হবে সব রাজ্যকে। সেক্ষেত্রে বলা যায় পুজোর পরেই শুরু হবে বাংলা সহ বাকি রাজ্যের SIR প্রসেস।

আরও পড়ুন: এবার বিশ্বকর্মা পুজোতেও ছুটি! ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

প্রসঙ্গত, দিল্লিতে কমিশনের পক্ষ থেকে সংশোধিত ভোটার তালিকা সংক্রান্ত বৈঠকে সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের জানিয়ে দেওয়া হয়েছে যে সেপ্টেম্বরের মধ্যেই পরিকাঠামোগত প্রস্তুতি শেষ করতে হবে। অক্টোবরে এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করা হতে পারে। তবে নির্দিষ্ট করে কোনও দিনক্ষণ এখনও জানায়নি কমিশন। এমনকি দেশজুড়ে একযোগে এই প্রক্রিয়া চালু হবে নাকি সেসব নিয়েও কোনো স্পষ্ট মন্তব্য করা হয়নি। তবে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম, কেরল ও পন্ডিচেরি এই পাঁচ রাজ্যে আগামী বছরে বিধানসভা নির্বাচন থাকার ফলে এই রাজ্যগুলিতে আগে SIR চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join