প্রীতি পোদ্দার, কলকাতা: রেলের কাজের জন্য প্রায়শই ট্রেন বাতিল থাকছে বিভিন্ন শাখায়। কখনও রেল স্টেশন সম্প্রসারণ তো কখনও আবার সিগন্যালিং এর কাজ। সম্প্রতি শিয়ালদা ডিভিশনে একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল (Train Cancelled) করা হয়েছিল। হাওড়া-তারকেশ্বর-আরামবাগ শাখাতেও ট্রেন বাতিল করা হয়েছিল। ট্রেন বাতিলের জেরে সমস্যায় পড়তে হয় যাত্রীদের। আর এই সমস্যার মাঝে আরও এক সমস্যার মুখোমুখি হতে হল যাত্রীদের। আজ থেকেই ফের বাতিলের মুখে বেশ কয়েকটি ট্রেন।
কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে?
গতকাল অর্থাৎ সোমবার, রেল মন্ত্রকের তরফে ট্রেন বাতিলের এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানা গিয়েছে মোট ৬ টি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। লাইন রক্ষণাবেক্ষণের কাজেই এক গুচ্ছ ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। যে সকল ট্রেন বাতিলের তালিকায় রয়েছে সেগুলি হল ১৮ ফেব্রুয়ারি অর্থাৎ আজ বাতিল থাকবে ২২৮৫৩ শালিমার-বিশাখাপত্তনম এক্সপ্রেস। ১৯ ফেব্রুয়ারি অর্থাৎ আগামীকাল বাতিল থাকবে ২২৮৫৪ বিশাখাপত্তনম-শালিমার এক্সপ্রেস।
আরও পড়ুনঃ ভিড় সামলাতে বড় সিদ্ধান্ত পূর্ব রেলের, শিয়ালদায় জারি একগুচ্ছ নির্দেশিকা! জেনে নিন
পাশাপাশি ২১ ফেব্রুয়ারি বাতিল থাকবে ১৮০০৯ সাঁতরাগাছি-আজমের এক্সপ্রেস। এবং ওই একই দিনে বাতিল থাকবে ১৮০১০ আজমের হয়ে সাঁতরাগাছি ফিরতি ট্রেন আজমের-সাঁতরাগাছি এক্সপ্রেস। এবং ২৩ ফেব্রুয়ারি বাতিল থাকবে ২২৮০৮, এমজিআর চেন্নাই এক্সপ্রেস-সাঁতরাগাছি এক্সপ্রেস। সবমিলিয়ে আগামী ২৩ তারিখ অবধি চলবে এই রক্ষণাবেক্ষণের কাজ।
গণ বিক্ষোভের ডাক
তবে আশা করা যাচ্ছে আগামী ২৩ তারিখের পর থেকে ফের নির্দিষ্ট সময় মেনেই ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে। কারণ বিগত বেশ কয়েক মাস ধরেই লাইনে ট্রেন বাতিলের ঘটনা ঘটে চলেছে। যার জেরে বেশ ভোগান্তির মুখে পড়তে হয় যাত্রীদের। অনেকবার যাত্রীদের তরফ থেকে অভিযোগ করা হয়েছে। এদিকে হাওড়া–খড়গপুর শাখার ট্রেনের চলাচলের জন্য পরিষেবা তলানিতে ঠেকেছে। সময়মতো ট্রেন চলাচল না হওয়ায় এবার SUCI দক্ষিণ–পূর্ব রেলের খড়্গপুরের ডিআরএমের কাছে আগামী ২৭ ফেব্রুয়ারি গণ বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে।