দূরত্ব বাড়ছে? কার্নিভালে অনুপস্থিত দেব, রুক্মিণী, রাজ, শুভশ্রী! ঘনাচ্ছে রহস্য

Published on:

durga puja carnival 2024

প্রীতি পোদ্দার: গতকাল অর্থাৎ মঙ্গলবার ছিল রেড রোডে পূজা কার্নিভাল। কিন্তু এদিনে শহরে দুটি ভিন্ন চিত্র ফুটে উঠল শহরে। এক প্রান্তে যখন দুর্গাপুজো ২০২৪ সালের পুজোর কার্নিভাল চলছে, অন্য প্রান্তে তখন আরজি কর কাণ্ডকে ঘিরে চলছে সাধারণ মানুষের দ্রোহের কার্নিভাল। তাই একদিকে যেখানে শহরের একাংশ গর্জে উঠছে তিলোত্তমার সুবিচারের দাবিতে। অন্যদিকে রেড রোডে দুর্গাপুজোর উৎসবকে ঘিরে চলছে বর্ণাঢ্য কার্নিভাল। সেই কার্নিভালে দেখা গিয়েছে তারকাদের ভিড়। ছোট পর্দা থেকে বড় পর্দা সকলেই উপস্থিত এই উৎসবে। উপস্থিত ছিল অনেক বিদেশী নাগরিক। আর এই আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ও সুর দেওয়া গানে নৃত্য পরিবেশন করে দেখাল অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

পুজোর কার্নিভালে মুখ্যমন্ত্রীর লেখা গানে নাচলেন ঋতুপর্ণা!

কিছুদিন আগেই আরজি কর কাণ্ডের প্রতিবাদে শাঁখ বাজিয়ে তীব্র ট্রোলের মুখে পড়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। শুধু তাই নয় আরজি করের প্রতিবাদে শ্যামবাজারের কর্মসূচিতে যোগ দিয়ে হেনস্থার মুখে পড়েছিলেন তিনি। সেই ঘটনার ক্ষোভ প্রকাশ করেছিলেন অভিনেত্রী নিজেই। তবে সেই সব বিতর্ককে ভুলে তিনিও যোগ দিলেন উৎসবে। আসানসোলের কার্নিভালের পর এবার কলকাতাতেও দুর্গাপুজো কার্নিভালে নাচলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। ‘আমার আড়ালে আমার আবডালে অঞ্চলী লহ পলে পলে’ গানের সঙ্গে নাচতে দেখা গেল ঋতুপর্ণাকে। এই গানটি গেয়েছিলেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। এদিন নৃত্য পরিবেশনার শেষে মঞ্চে উঠে মুখ্যমন্ত্রীকে পা ছুঁয়ে প্রণামও করেন তিনি। কিন্তু এই আনন্দের সমারোহে বাদ পড়ল দেব রুক্মিণী থেকে শুরু করে রাজ শুভশ্রী।

মঞ্চে বসেছিল তারকার মেলা

প্রতিবার কার্নিভালে তারকার ঝাঁক দেখা যায়। কিন্তু এবার অন্যবারের তুলনায় পুজো কার্নিভালের তারকার ভিড় ছিল অনেকটাই কম। শুধুমাত্র তৃণমূল কয়েকজন তারকা সাংসদ, বিধায়ক ছাড়া সেভাবে কাউকেই দেখা যায়নি পুজো কার্নিভালে। সাংসদ অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া, বসিরহাটের প্রাক্তন সাংসদ নুসরত জাহানকেও দেখা গিয়েছিল। ছিলেন অভিনেতা বিধায়ক সোহম চক্রবর্তী, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও এদিন ছোটপর্দার অনেককেই দেখা গিয়েছিল। শ্রীতমা ভট্টাচার্য, অভিনেত্রী সুভদ্রা মুখোপাধ্যায়, পিয়া পাল, তিয়াসা লেপচা, রেজওয়ান রব্বানী শেখ, সৌমিতৃষা কুণ্ডু প্রমুখকে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

উপস্থিত ছিলেন না দেব থেকে শুরু করে প্রসেনজিৎ

তবে এদিনের পুজো কার্নিভালে দেখা মেলেনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। যদিও পুজোর কার্নিভালে নিমন্ত্রিত ছিলেন তিনি। কিন্তু এদিন কলকাতায় না থাকায় তিনি কার্নিভালে যাননি। এছাড়াও এই কার্নিভালের অনুষ্ঠানে দেখা পাওয়া গেল না সাংসদ অভিনেতা দেব, অভিনেত্রী রুক্মিণী মৈত্র, বিধায়ক-পরিচালক রাজ চক্রবর্তী ও তাঁর অভিনেত্রী স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়, সৌরভ গঙ্গোপাধ্যায় এবং তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group